দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ দীর্ঘ সময় নানান জল্পনা কল্পনা শেষে, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সংবাদ সম্মেলনে জানালেন তিনি পার্টি চেয়ারম্যানকে দেখতে সিএমএইচ এ গেছেন এবং সেখানে তিনি এরশাদকে অসুস্থ অবস্থায় দেখেছেন, এরশাদ আটক নন তিনি চিকিৎসা করাতে সিএমএইচ এ গেছেন।
সাংবাদিকদের র্যাব পাহারায় এরশাদ সিএমএইচ এ যাওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে রুহুল আমিন হাওলাদার বলেন, তিনি সাবেক সেনা প্রধান একই সাথে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি অতএব তার একটা প্রোটোকল আছে সেই হিসেবেই তিনি প্রোটোকল নিয়ে সিএমএইচ এ গেছেন।
অন্য দিকে সারা দেশ জুড়ে যুদ্ধ অপরাধের দায়ে কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার সময়েই হঠাৎ এরশাদ এর এভাবে র্যাবের সাথে সিএমএইচ এ যাওয়া নিয়ে অনেকেই এরশাদ গ্রেফতার হয়েছেন ধরে নেন। সেই সময় অবশ্য জাতীয় পার্টির একাধিক নেতা এরশাদ গ্রেফতার হয়েছেন বলেই জানিয়েছিলেন।