দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পাকিস্তানের ধৃষ্ঠতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ গণজাগরণ মঞ্চের কর্মীরা পাকিস্তানী দূতাবাস অভিমুখে বিক্ষোভ করেছে। এ সময় তারা পাকিস্তানী দূতাবাসের খুব কাছে চলে গিয়েছিল। পরে পুলিশ মিছিলটি আটকে দেয়।
আজ বেলা ৩টার দিকে গুলশান-২ নম্বরে তাহের টাওয়ারের সামনে মিছিলটি আটকে দেয় পুলিশ। উভয়পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে ব্যারিকেড পেরিয়ে সামনের দিকে এগিয়ে যান বিক্ষোভকারীরা। এরপর সাড়ে ৩টার দিকে আল-ফালাহ ব্যাংকের সামনে দ্বিতীয় দফায় মিছিলটি আটকে দেয় পুলিশ। এরপর শুরু হয় ধাক্কাধাক্কি। এক পর্যায়ে ৩.৪০ মিনিটের দিকে গণজাগরণ মঞ্চের মিছিল কূটনৈতিক পাড়ায় ঢুকে পড়ে। অস্ট্রেলিয়ান স্কুলের সামনের সড়কে তাদের আবারো আটকায় পুলিশ। সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে মিছিলকারীরা।
মাঝে বাংলাদেশের একটি পতাকাকে ঘিরে পাকিস্তানবিরোধী বিভিন্ন স্লোগানে ওই এলাকা মুখরিত করে তোলেন মঞ্চের পাঁচ শতাধিক কর্মী। এ সময় অনেকের হাতে ‘পাকিস্তান ডোন্ট ট্রাই টু সেভ ইওর ডগস’, ‘পাকিস্তান গো টু হেল’ প্রভৃতি স্লোগান লেখা প্লাকার্ড দেখা যায়।
উল্লেখ্য, বিচারের রায়ে মৃত্যুদণ্ড হলে গত বৃহস্পতিবার তা কার্যকর করার পর পাকিস্তান জামায়াতে ইসলামী সেদেশে রাজপথে বিক্ষোভ করে। এরপর সোমবার ‘ঐক্যবদ্ধ পাকিস্তানের’ একনিষ্ঠ সমর্থক হিসেবে কাদের মোল্লার মৃত্যুদণ্ডে উদ্বেগ জানিয়ে দেশটির পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়। যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের বিরোধিতায় বাংলাদেশের বিষয়ে ‘নাক গলানোয়’ মঙ্গলবার দেশটির দূতাবাস অভিমুখে মিছিলের কর্মসূচি ঘোষণা করে গণজাগরণ মঞ্চ। এই মিছিলে নেতৃত্ব দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।