The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

হোম এলোন ২ মুভিকে যে কারণে ডিস্টার্বিং মুভি বলা হয়!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সাড়া জাগানো এবং বক্স অফিস মাতানো মুভি হোম এলোন ২ এর ছোট্ট শিশু কেভিনের কথা কারও খেয়াল আছে? মুভিতে দুটো প্রাপ্তবয়স্ক ভিলেনকে নাস্তানুবাদই করেছিলো ছোট্ট শিশুটি! মুভিতে থাকা বিভিন্ন উদ্ভট এবং অবাস্তব দৃশ্যের জন্য মুভিটিকে ডিস্টার্বিং মুভি হিসাবেও আখ্যায়িত করা হয়। আসুন জেনে নিই মুভির কিছু উদ্ভট এবং অবাস্তব দৃশ্য সম্পর্কে।


enhanced-buzz-11185-1387394856-25

১. ছয় তলার উপর থেকে কেভিন ইট ঢিল মারে এবং একদম নিখুঁতভাবে সেটি মার্ভ নামের এক ভিলেনের নাকে লাগে। ইট দ্বারা আঘাত প্রাপ্ত হয়েও ভিলেনটি একদম সহজ ভাবে জায়গাটা থেকে হেঁটে অন্য জায়গায় চলে যান – ব্যাপারটা হাস্যকরই বটে।

anigif_enhanced-buzz-1939-1387390455-50

২. মার্ভ ইট দ্বারা আঘাত প্রাপ্ত হওয়ার পরে তাঁরকাটা দ্বারা আক্রান্ত হন। এইসময় সে তার মুখে, পিছন অংশে এবং কুঁচকিকে আঘাতপ্রাপ্ত হন। কুঁচকিকে আঘাতের সাথে সাথে তার মূত্রাশয় ক্ষতিগ্রস্থ হয়ে যাওয়ার কথা। দৃশ্যটি ডিস্টার্বিং ই বটে।

anigif_enhanced-buzz-13996-1387390909-2

৩. এরপর মার্ভ ১৫ ফুট নিচে পড়ে যান এবং মুখে আঘাতপ্রাপ্ত হন। স্বাভাবিক ব্যাপার হচ্ছে কেউ যদি ১৫ ফুট নিচে পড়ে মুখে আঘাত পান তাহলে সেই মুখমন্ডল অক্ষত থাকার কথা নয়। কিন্তু মুভিতে দেখা যায় মার্ভের তেমন কিছু হয়নি। এরকম উদ্ভট দৃশ্য নিয়ে দর্শকদের মাথা এইক্ষেত্রে ঘামাতেই হয়।

anigif_enhanced-buzz-11598-1387394552-16

৪. জো পেসকি যখন একটি দরজা দিয়ে ঘরে প্রবেশ করতে যায় তখন তার মাথায় উপর অনেকগুলো রেঞ্জ পড়ে। ভারী ভারী রেঞ্জ মাথার উপর পড়ার পরও জো এর স্বাভাবিক থাকাটা এই মুভির আরেকটি উদ্ভট দৃশ্যের কথা মনে করিয়ে দেয়।

anigif_enhanced-buzz-6707-1387394556-15

৫. মুভিতে দেখা যায় মার্ভ কারেন্টের শক খায় এবং তার কংকাল পর্যন্ত দেখা যায়। হাস্যকর ব্যাপার হচ্ছে শক খেয়ে কংকাল বের হয়ে যাওয়ার দৃশ্য একমাত্র এই মুভিতেই দেখানো সম্ভব, যার সাথে বাস্তবতার কোন মিল নেই।

anigif_enhanced-buzz-11200-1387394548-0

৬. আরেক ভিলেন জো পেসকি আগুনে পড়ে যান এবং তার মুখে ছাই এর আস্তরণ দেখা যায়। এখন কথা হচ্ছে আগুনে পড়েও তার চামড়া কিভাবে পুড়ে যাওয়া থেকে বেঁচে গেলো সেটা ভাবনার বিষয়।

enhanced-buzz-23004-1387394535-19

এইক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া যায় এরকম উদ্ভট এবং অবাস্তব দৃশ্যের জন্য এই মুভিকে ডিস্টার্বিং মুভি হিসাবে আখ্যায়িত দেওয়া মোটেও ভুল কিছু নয়। এতকিছু পরেও এই মুভি ব্যবসাসফল হয়েছিলো, মুভিতে আরো প্রচুর উদ্ভট দৃশ্য রয়েছে – সেগুলো জানতে দর্শকদের উচিত মুভিটি দেখা ফেলা।

তথ্যসূত্রঃ বাজফিড

Loading...