The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

NASA’র টেলিস্কোপ দিয়ে বৃহস্পতির উপগ্রহ Europa তে জলীয় বাষ্পের সন্ধান!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম বৃহস্পতি, আর এই বৃহস্পতির একটি উপগ্রহের নাম Europa, সম্প্রতি নাসার বিশেষ টেলিস্কোপ Hubble space এ ধরা পড়েছে বৃহস্পতির উপগ্রহ Europa তে জলীয় বাষ্পের অস্তিত্ব!


20131214-E18D50397FB281A1-0-0-EA3E1985-303350D7D0506CAE

পৃথিবীর বাইরে সৌরজগতে জলীয় বাষ্পের অস্তিত্ব খুঁজে পেতে মহাকাশ গবেষণা সংস্থা নাসা চালাচ্ছে বিশেষ গবেষণা সেই হিসেবে সম্প্রতি শনি গ্রহের উপগ্রহ Enceladus তেও পানি তথা জলীয় বাষ্পের অস্তিত্ব খুঁজে পেয়েছে, সেই হিসেবে Europa খুঁজে পাওয়া জলীয় বাষ্পের অস্তিত্ব একে সৌরজগতের দ্বিতীয় উপগ্রহ হিসেবে স্থান দিয়েছে যেখানে পানির অস্তিত্ব রয়েছে।

20131212-3E11A68674487CD0-0-0-393EB2B9-26FA59604204E52A

Hubble space telescope এ দেখতে পাওয়া Europa উপগ্রহে বিশাল আকারের জলীয় বাষ্প বরফের আস্তরণের ভেতর থেকে বেরিয়ে আসছে। এর উচ্চতা ছিল প্রায় ২০০ কিলোমিটার তথা ১২৫ মাইল। নাসার গবেষকরা সেখানে একটি হট স্পটও খুঁজে পেয়েছেন যেখানে রয়েছে বিশাল বরফের চাই! সেখানে হাইড্রোজেন এবং অক্সিজেন উভয়ের অস্তিত্ব রয়েছে।

গবেষকরা এরই মাঝে নিশ্চিত হয়েছেন Europa ভূমির নিচে পানির অস্তিত্ব রয়েছে। তবে নাসার বিজ্ঞানীরা ১০০ ভাগ নিশ্চিত হতে চাচ্ছেন সেখানে দেখতে পাওয়া জলীয় বাষ্প প্রকৃত পক্ষে ঐ উপগ্রহের ভেতর থেকেই নির্গত হচ্ছে কিনা।

Lorenz Roth নামের একজন মহাকাশ গবেষক বলেন, ” আমরা যদি সত্যি সত্যি নিশ্চিত হতে পারি সেখানে পানি এবং জলীয় বাষ্প রয়েছে তবে Europa গ্রহে ভবিষ্যতে পানির অস্তিত্ব একই সাথে সেখানে ভূমিতে এবং ভূমির নিচে থাকা কেমিক্যালের বিষয়ে সরাসরি বিস্তারিত গবেষণায় যাওয়া যাবে।

সত্যি যদি গবেষকরা Europa তে অক্সিজেন এবং পানির অস্তিত্ব পান তবে সেখানে মানুষের বসবাসের জন্য স্থায়ী নিবাস তৈরি করা সময়ের অপেক্ষা মাত্র।

সূত্রঃ দি টেক জার্নাল

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali