দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। পুলিশ ইতিমধ্যেই সন্ত্রাসীকে ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়ার জন্য এবার কোর কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সরকার।
সংবাদ মাধ্যম জানিয়েছে, নতুন এই কোর কমিটিতে সদস্য হিসেবে থাকবেন পুলিশ সুপার (এসপি), র্যাব, বিজিবি, আনসার ও এনএসআইয়ের জেলা পর্যায়ের প্রধানেরা। এ ছাড়া কোস্ট গার্ডের স্থানীয় ইউনিট কমান্ডারও এতে সদস্য হিসেবে থাকবেন বলে জানানো হয়েছে।
এই কোর কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। ইতিমধ্যে জেলা প্রশাসকের নেতৃত্বে প্রতিটি জেলায় নাশকতা প্রতিরোধে যে কমিটি আছে, তার অভিভাবক হিসেবে কাজ করবে এই কোর কমিটি। কমিটির সভাপতি জেলার দৈনন্দিন আইনশৃঙ্খলা-সম্পর্কিত বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করবেন এমনটি বলা হয়েছে।
জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে গতকাল বুধবার এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। জরুরি ভিত্তিতে নির্দেশনা প্রদান করা হয়েছে ওই চিঠিতে।
পাঠানো ওই চিঠিতে বরাত দিয়ে সংবাদ মাধ্যম বলেছে, উক্ত কমিটি আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে বিভিন্ন সূত্র থেকে আগাম তথ্য সংগ্রহ করবে এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় যৌথভাবে তাৎক্ষণিক পদক্ষেপ নেবে। এ ছাড়াও আসন্ন নির্বাচনে জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এ কমিটি জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটিকে সহায়তা দেবে।
কার্টুন: (সৌজন্যে) পঙ্গজ