দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কে বলে টেস্ট ম্যাচ দেখতে দর্শক আগ্রহী নয়! অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনের খেলা দেখতে মেলবোর্নের এমসিজে মাঠে সমাবেত হয়েছিলেন বিশ্ব টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক দর্শক!
এবারের অ্যাশেজের আয়োজক দেশ অস্ট্রেলিয়া, বক্সিং ডে টেস্ট আয়োজিত হয় প্রতিবছর ইংল্যান্ড অস্ট্রলিয়ার মাঝে আবারের বক্সিং ডে অর্থাৎ বড় দিনে আয়োজিত টেস্ট ম্যাচটি অ্যাশেজ সিরিজের চতুর্থ ম্যাচ। মেলবোর্নের ঐতিহাসিক এমসিজে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে রেকর্ড ৯১০৯২ জন দর্শক মাঠে আসেন দুই দেশের বক্সিং ডে টেস্ট ম্যাচ উপভোগ করতে, যা এখন পর্যন্ত টেস্ট ম্যাচ দেখতে আসা মাঠের দর্শকদের সংখ্যার ক্ষেত্রে একটি বিশ্বরেকর্ড।
খেলা শুরু হওয়ার আগে থেকেই মাঠে অসংখ্য দর্শক সমাগম হতে থাকে, ঘড়ির কাঁটা যখন ঠিক বিকেল সোয়া চারটা তখন মেলবোর্ন ক্রিকেট মাঠে ইলেকট্রিক স্কোরবোর্ডে ভেসে উঠে গ্যালারীতে বসে খেলা উপভোগ করা দর্শকের সংখ্যা। একই সাথে এটাও বলা হয় এই সংখ্যাই হচ্ছে এ যাবৎ কালের সবচেয়ে বেশি সংখ্যক দর্শকের মাঠে এসে খেলা দেখার রেকর্ড সংখ্যা।
এর আগে ১৯৬০-৬১ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ দেখতে সে সময়ে এই একই মাঠে উপস্থিত হয়েছিল ৯০ হাজার দর্শক! এতদিন এটিই ছিল একটি রেকর্ড তবে এবার সেই রেকর্ড আবার ভাঙলেন মেলবোর্নবাসী!
উল্লেখ্য মেলবোর্ন ক্রিকেট মাঠেই পৃথিবীর ইতিহাসের প্রথম আনুষ্ঠানিক টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়, ফলে এই মাঠ এমনিতেই একটি ঐতিহাসিক মাঠ একই সাথে মেলবোর্নের বাসিন্দারা একটু বেশিই ক্রিকেট পাগল বলাই চলে।
আমাদের কোন মাঠেরই ধারণ ক্ষমতা এত বেশি না হলেও আমরা আশা করি আমাদের ক্রিকেট পাগল জনগণ একদিন এ রেকর্ডও ভেঙ্গে দেবে! পাঠক, আপনারা কি বলেন?