দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক বিক্ষোভ সহিংসতা ঘটছে। খালেদা জিয়া গাড়ি থেকে নেমে পায়ে হেটে রওনা দিয়েছেন।
অপরদিকে হাইকোর্টে এক বিশৃংখল অবস্থা বিরাজ করছে। সেখানে অগ্নিসংযোগসহ নানা বিক্ষোভ করা হচ্ছে। অপরদিকে প্রেসক্লাবের ভেতরেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিক্ষা ভবন থেকে হাইকোর্ট পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ৭ জন আহত হয়েছে। সেখানে এখনও ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।
বিএনপি চেয়ারপার্সন দুপুর ১টার দিক থেকে কর্মসূচি স্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে গাড়িতে ওঠেন কিন্তু পুলিশ ব্যারিকেডের কারণে তিনি আগাতে পারছেন না। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যাওয়ার জন্য তৈরি থাকলেও র্যাব পুলিশের বেষ্টনী ভেঙ্গে তিনি বের হতে পারছেন না।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরীকে আটক করেছে পুলিশ। আজ রোববার বেলা সোয়া ১ টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে। এ সময় তিনি বিএনপি ঘোষিত মার্চ ফর ডেমক্রেসি কর্মসূচীতে যোগ দিতে পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছিলেন বলে জানা যায়।
ছবি: বিডি নিউজ২৪ ডটকমের সৌজন্যে