দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মেহেরপুরে আজ ভোরে যৌথবাহিনীর সঙ্গে এক বন্দুক যুদ্ধে স্থানীয় জামায়াতের এক নেতা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সংবাদ মাধ্যম জানিয়েছে, যৌথবাহিনীর সঙ্গে জামায়াত নেতাকর্মীদের গোলাগুলিতে ইউপি সদস্য ও জামায়াত নেতা জাব্বার আলী (৪৬) নিহত হয়েছেন। মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামে আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এ সময় যৌথবাহিনী ১টি বন্দুক ও ৫টি ককটেল উদ্ধার করে।
হিজুলী গ্রামের আব্দুর মালিথার ছেলে নিহত জাব্বার আলী সদর উপজেলার হিজুলী গ্রামের আমঝুপি ইউনিয়নের ইউপি সদস্য ও ওয়ার্ড জামায়াতের সভাপতি ছিলেন।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাত আড়াইটার দিকে যৌথবাহিনী সদর উপজেলার হিজুলী গ্রামে অভিযান চালায়। জামায়াত নেতা জাব্বারকে আটক করতে গেলে যৌথবাহিনীর সঙ্গে জামায়াত নেতাকর্মীদের ব্যাপক গোলাগুলি হয়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে জামায়াত নেতা জাব্বার গুরুতর আহত হন। মঙ্গলবার ভোর ৫টার দিকে মেহেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।