দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট তাদের এক প্রতিবেদনে দাবি করেছে হাজার হাজার ইয়াহু ডট কম ব্যবহারকারীরা ভয়ংকর ভাইরাসের ঝুঁকিতে রয়েছেন।
নেদারল্যান্ড ভিত্তিক আইটি প্রতিষ্ঠান Fox-IT wrote that it জানিয়েছে, ” আমাদের কিছু ক্লায়েন্টদের তথ্য পর্যালোচনা করে দেখতে পেয়েছি, তাঁরা ইয়াহু ডট কম ব্যবহারকরার পর তাদেরকে ইয়াহু অ্যাডস থেকে কিছু অ্যাড দেখানো হয় যা প্রকৃত পক্ষে ads.yahoo.com থেকেই এসেছে, তবে এসব অ্যাডসে ভয়াবহ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
এদিকে ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞ এবং ওয়াশিংটন পোস্টের সহকারী Ashkan Soltani বলেছেন, কোন এক মহল, যারা ইয়াহু সার্ভারের ইয়াহু অ্যাড সমূহ ব্যবহার করে এতে ভাইরাস ছড়িয়ে দিচ্ছে, যা সাধারণ অ্যাড হওয়াতে ইয়াহু ফিল্টারে ধরা পরছেনা! এখানে মূল বিষয় হচ্ছে এসব ভাইরাস জাভা প্ল্যাটফর্মের সিস্টেম সমূহের জন্য বিশেষ হুমকি স্বরূপ দেখা দিয়েছে। জাভা জাতীয় সিস্টেম সমূহ এই ক্ষেত্রে বিশেষ ঝুঁকিতে রয়েছে।
এখন পর্যন্ত আন্তর্জাতিক ভিজিটর জনপ্রিয়তায় ৪ নম্বরে থাকা ইয়াহু ডট কম এই বিষয়ে কোন মন্তব্য কিংবা প্রতিক্রিয়া জানায়নি, বর্তমানে প্রায় ২৮০ মিলিয়ন ব্যবহারকারী প্রতিনিত ইয়াহু ব্যবহার করছেন, এদের বেশিরভাগ ব্যবহারকারীই এক কথায় এখন বিশেষ ভাইরাস হুমকিতে রয়েছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন ইয়াহু তে এই ভাইরাস ঝুঁকি মূলত ডিসেম্বরের ৩০ তারিখ থেকেই শুরু হয়েছে।
নিচের চিত্রের মত করেই একজন ইয়াহু ব্যবহারকারীর সিস্টেমে ভাইরাসের আক্রমণ হতে পারেঃ
সূত্রঃ দিটেকজার্নাল
This post was last modified on ফেব্রুয়ারী ৬, ২০১৪ 11:51 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজার মতোই অধিকৃত পশ্চিম তীরকেও ধ্বংসস্তূপে পরিণত করতে চাই ইসরায়েলি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সোনা ভেবে রাস্তা থেকে পাথর কুড়িয়ে এনেছিলেন এক ব্যক্তি। ১৫…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৬ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…