সুনিদ্রার জন্য ভালো এবং ক্ষতিকর দশটি খাদ্য সম্পর্কে জানুন!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ কর্মক্লান্তি শেষে রাতে সুনিদ্রা কে না চায়। অনিদ্রা মানুষের জন্য দুঃস্বপ্নের মতই ব্যাপার। সুনিদ্রার জন্য আমাদের কিছু ব্যাপারে সচেতন থাকা উচিত। যেসব খাদ্য সুনিদ্রার জন্য ভালো সেগুলো গ্রহণ এবং যেসব খাদ্য অনিদ্রা তৈরি করে সেসব বর্জন করা। আসুন জেনে নিই সুনিদ্রার জন্য ভালো পাঁচটি এবং সুনিদ্রার জন্য ক্ষতিকর পাঁচটি খাদ্যসহ মোট দশটি খাদ্য সম্পর্কে।


সুনিদ্রার জন্য উপকারী এমন পাঁচটি খাবারঃ

১.দুধ ও খাদ্যশস্যের মিশ্রণঃ

ঘুমানোর পূর্বে কার্বহাইড্রেট এবং প্রোটিন মিশ্রিত খাবার শরীরে হ্যাপি হরমোন – সেরোটোনিন উৎপন্ন করে যা দেহে শান্তভাব আনে এবং সুনিদ্রা আনায়ন করে। সুতরাং ঘুমানোর পূর্বে খাদ্যশস্য মিশ্রিত দুধ, পনির জাতীয় খাবার গ্রহণ করুন।

Related Post

২.লতাবেলঃ

যদিও এই ফল পাওয়া একটু কঠিনই। তবুও মার্কেটে খোজ নিলেই পাওয়া যায়। লতাবেলে আছে নিদ্রা আনায়নকারী উপাদান রয়েছে। সুতরাং দেরী কেন – ঘুমানোর পূর্বে জ্যুস কিংবা চায়ের সাথে মিক্সড করে খান।

৩.কলাঃ

এই ফলে আছে ম্যাগনেসিয়াম, মিনারেল। যেসব উপাদান আমাদের পেশীর ক্লান্তি দূর করে, ঝিমানো ভাব আনে। সুতরাং সুনিদ্রার জন্য রাতে নিঃসন্দেহে কলা খাওয়া বুদ্ধিমানের কাজ।

৪.চেরী জ্যুসঃ

২০১১ সালের একটি গবেষণায় দেখা গেছে চেরী জ্যুস সুনিদ্রার জন্য উপকারী। যারা প্রতিদিন দুই গ্লাস চেরী জ্যুস খান তারা অন্যান্যদের চেয়ে ৩৯ মিনিট বেশি ঘুমান। সুতরাং রাতে কমপক্ষে এক গ্লাস চেরী জ্যুস খান।

৫.গরম দুধঃ

গরম দুধ ঘুমের জন্য উপকারী। দুধে থাকে ট্রিপটোক্যান নামক অ্যামিনো এসিড, যা সিডেটিভ হিসেবে কাজ করে। দুধে ক্যালসিয়ামও থাকে যা মস্তিষ্ককে ট্রিপটোফ্যান ব্যবহারে সাহায্য করে। সুতরাং ছোট বড় নির্বিশেষে রাতে গরম দুধ গ্রহণ করুন।

সুনিদ্রার জন্য ক্ষতিকর এমন পাঁচটি খাবারঃ

১.প্রোটিনঃ

শারিরীক শক্তির জন্য প্রোটিন খুব দরকারি। আশংকার খবর হচ্ছে যতবেশি প্রোটিন গ্রহণ করা হয় রাতে তত ঘুম আসে। সুতরাং রাতে ঘুমানোর পূর্বে প্রোটিন জাতীয় খাবার বর্জন করাই শ্রেয়।

২.অ্যালকোহলঃ

ধারণা করা হয়, রাতে এলকোহল গ্রহণে অনিদ্রার সমস্যা দূর করা যায়। আসলে এটি একটি ভুল ধারণা, এলকোহল শরীর যতক্ষণ শরীরে কাজ করে ততক্ষণ ভালো ঘুম হতে পারে, কিন্তু নেশা কেটে গেলে ঘুম আর আসবে না। সুতরাং রাতে ঘুমানোর পূর্বে এলকোহল গ্রহণ অনুচিত।

৩.ফ্যাটযুক্ত ফাস্টফুডঃ

সচরাসচর ফাস্টফুডে প্রচুর ফ্যাট থাকে যা পাকস্থলীতে হজমে ব্যাঘাত ঘটায়, স্নায়ুকেও উত্তেজিত করে। এইসব খাদ্য রাতে গ্রহণ করলে ঘুম কম হবে এটা নিশ্চিত। সুতরাং সুনিদ্রার জন্য রাতে এইধরনের খাদ্য এড়িয়ে চলুন।

৪.প্রচুর ঝালযুক্ত খাবারঃ

ঘুমের ব্যাঘাত তৈরি করে এমন সব খাবার যেমন প্রচুর ঝালযুক্ত খাবার এড়িয়ে চলুন। প্রচুর ঝালযুক্ত খাবার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে, স্নায়ুকে উত্তেজিত করে।

৫.ক্যাফেইনঃ

ক্যাফেইন এমন এক প্রকৃতিজাত রাসায়নিক, যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে। যারা ক্যাফেইনের প্রতি সংবেদনশীল তাদের ঘুম সুখকর হয় না। ঘুমের আগে ক্যাফেইন জাতীয় খাবার চা-কফি পান করলে অনিদ্রা হতে পারে। এসব এড়িয়ে খাদ্য এড়িয়ে চলুন।

শারিরীক এবং মানসিক সুস্থতার জন্য সুনিদ্রার কোন বিকল্প নেই। সুতরাং সুনিদ্রার জন্য ভালো পুষ্টিকর খাবার গ্রহণের সাথে যেসব খাদ্য ঘুমের জন্য ক্ষতিকর যা এড়িয়ে চলার অভ্যাস করা উচিত।

তথ্যসূত্রঃ ফিটনেসম্যাগাজিন

This post was last modified on জুলাই ৪, ২০২৪ 12:05 অপরাহ্ন

মাহমুদুর রহমান

Recent Posts

কানাডায় বরফের নিচে আয়োজন হলো পার্টি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…

% দিন আগে

বরফে আচ্ছাদিত রাস্তা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শীতে ঠোঁট ফাটা হতে রক্ষা পেতে করণীয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…

% দিন আগে

নাসার রোভার মঙ্গল গ্রহে বজ্রপাতের সম্ভাব্য শব্দ ধারণ করলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…

% দিন আগে

স্বাস্থ্য সচেতন হতে হলে আপনাকে অবশ্যই পেয়ারা খেতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য সচেতন জীবনের অন্যতম শর্ত হলো সঠিক খাবার বেছে নেওয়া।…

% দিন আগে

ভারতের দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার না বলা কথা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার জীবনের অভিজ্ঞতার…

% দিন আগে