দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জাদুকরি কণ্ঠের জন্য বর্তমান সময়ের জন্য আলোচিত কন্ঠশিল্পী ন্যান্সি। ২০১১ সালে সেরা সংগীতশিল্পী হিসাবে পেয়েছেন দেশের সর্বোচ্চ সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বৃহস্পতিবার দ্বিতীয় বারের মত মা হলেন ন্যান্সি।
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেডে কন্যা সন্তানের মা হন এই জনপ্রিয় কন্ঠশিল্পী। হাসপাতালে মা ও মেয়ে দু`জনই সুস্থ আছেন বলে জানা গেছে।
২০১২ সালের ০৪ মার্চ নেত্রকোনার মেয়ে ন্যান্সি ময়মনসিংহের ছেলে নাজিমুজ্জামান জায়দের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ঘরেই আসলো ফুটফুটে কন্যা সন্তানটি। তাদের সংসারে এ নতুন অতিথির আগমনে পুরো পরিবার আনন্দতি। কন্যা সন্তানটির নাম রাখা হয়েছে নায়লা।
নায়লা ন্যান্সির দ্বিতীয় সন্তান। তার প্রথম সন্তানের নাম রোদেলা। প্রথম সন্তানের পিতা ন্যান্সির প্রথম স্বামী সৌরভের। যার সাথে ন্যান্সির বিয়ে হয়েছিলো ২০০৬ সালে এবং ছাড়াছাড়ি হয়ে যায় ২০১১ সালে। জায়েদ-ন্যান্সির সংসারে নায়লা হচ্ছে প্রথম সন্তান।
অপরদিকে নায়লার জন্মগ্রহণে প্রচন্ড খুশী ন্যান্সি। একইসাথে তিনি সন্তান ও নিজের জন্য সবার কাছে দোয়াপ্রার্থী। যদিও এখনি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না ন্যান্সি। সিজারে বাচ্চা হওয়ায় এখনও শারীরিকভাবে দূর্বল তিনি।
উল্লেখ্য, গত বছরের ঈদে প্রকাশিত হয়েছে ন্যান্সির দ্বৈত গানের অ্যালবাম ঝগড়ার গান। আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত অ্যালবামটিতে ন্যান্সির সাথে গলা মিলিয়েছেন আরেক কন্ঠশিল্পী আসিফ আকবর।