The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

দেখে নিন ফটোশপে করা অসাধারণ এবং সেরা কিছু ছবি!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বিখ্যাত ওয়াইল্ড লাইফ চিত্রগ্রাহক John Wilhelm এর তলা ছবি সমূহের মাঝে তিনি নিজেই ফটোএডিটিং সফটওয়্যার দিয়ে কিছু বাড়তি কাজ করেছেন। ছবি সমূহ এডিটিং করার মাধ্যমে অসাধারণ রূপ নিয়েছে।


wilhelm

চলুন এবার একে একে John Wilhelm এর ফটোশপ করা এসব ছবি দেখে নিইঃ

১) এ ছবিতে মূল বিষয়  হচ্ছে দুই বোন মিলে অন্তঃসত্ত্বা মাকে আদর দিচ্ছে, যা এডিটিং করার মাধ্যমে ভিন্ন একটি মাত্রা পেয়েছে।
wilhelm14

২) এটি একটি কবর, শত শত মানুষ চির নিদ্রায় শুয়ে আছেন এই স্থানে, পূর্ব আকাশে সূর্যদয় তাদের ঘুম ভাঙ্গাতে পারেনা।
wilhelm2

৩) এই ছবিতে মউজিয়াম থেকে বেড়িয়ে আসছে আদিম মানুষের কঙ্কাল!

wilhelm3

৪) এখানে একটি সরীসৃপ প্রাণীর জীব দিয়ে খাবার গ্রহণের চিত্র উঠে এসেছে।

wilhelm4

৫) বাড়ির দেয়ালে আকাশের আভা ফুটে উঠেছে!

wilhelm5

৬) বনের রাজা বসে আছে রাজকীয় ভঙ্গিতে, দেখেই তার আলাদা এক রাজকীয় ভাব বুঝা যায়।

wilhelm6

৭) যা কখনোই সম্ভব নয়, একটি গণ্ডার পিঠে পাখা লাগিয়ে উড়ে যাচ্ছে, এ যেন স্বপ্নের রাজ্য!

wilhelm7

৮) জিরাফের পানি পান! লম্বা গলার প্রাণী হওয়াতে তার পক্ষে স্বাভাবিক উপায়ে ট্যাপ থেকে পানি পান সম্ভব নয় বলেই এই উপায়।

wilhelm8

৯) দুই সিংহীর অবকাশ যাপন।

wilhelm9

১০) জল হস্তীর পানির আলোড়ন।

wilhelm10

১১) শহরে অসংখ্য লণ্ঠন উড়ছে। ছবিটি অবাস্তব হলেও চিত্রগ্রাহক এ ছবি দিয়ে নিশ্চয় কোন বার্তা দিতে চেয়েছেন।

wilhelm13

১২) শিশুর ঘুম কাতুরে অবস্থা!

wilhelm12

১৩) হাস্যকর ছবি বটে! হাতির পায়ের চাপে সিংহের অবস্থা যায় যায়!

wilhelm11

ধন্যবাদান্তেঃ Viralnova

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...