দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দশম জাতীয় সংসদ নির্বাচন ও সংসদ সদস্যদের শপথের পর এবার মন্ত্রী পরিষদ সদস্য আর শপথ নিলেন বঙ্গ ভবনে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ্যাডভোকেট নতুন মন্ত্রীদের শপথ করান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
দশম জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভায় শপথ নিয়েছেন ২৯ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী এবং ২ জন উপমন্ত্রী। আজ রোববার বিকেল সাড়ে ৩টার পর প্রথমে রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। শপথ নেয়ার মাধ্যমে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন আওয়ামীলীগ সভানেত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা।
পূর্ণমন্ত্রী পদে শপথ নিয়েছেন যাঁরা
পূর্ণমন্ত্রী পদে শপথ নিয়েছেন যাঁরা তারা হলেন- আবুল মাল আব্দুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, আবদুল লতিফ সিদ্দিকী, সৈয়দ আশরাফুল ইসলাম, খন্দকার মোশাররফ হোসেন, রাশেদ খান মেনন, অধ্যক্ষ মতিউর রহমান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাইয়েদুল হক, মোজাম্মেল হক, এমাজুদ্দিন প্রামাণিক, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জু, নুরুল ইসলাম নাহিদ, শাজাহান খান, আনিসুল হক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মুজিবুল হক, আহম মোস্তফা কামাল, মোস্তাফিজুর রহমান ফিজার, সৈয়দ মহসিন আলী, আসাদুজ্জামান নূর, শামসুর রহমান শরীফ ডিলু ও কামরুল ইসলাম।
প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন যাঁরা
প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন যাঁরা তারা হলেন- মুজিবুল হক চুন্ন, স্থপতি ইয়াফেস ওসমান, এম এ মান্নান, মির্জা আজম, প্রমোদ মানকিন, বীর বাহাদুর উশৈসিং তঞ্চজ্ঞ্যা, নারায়ণ চন্দ্র চন্দ, বীরেন শিকদার, আসাদুজ্জামান খান, সাইফুজ্জামান চৌধুরী, মেহের আফরোজ, ইসমাত আরা চৌধুরী, মশিউর রহমান রাঙ্গা, শাহরিয়ার আলম, জাহিদ মালেক, জুনাইদ আহমেদ ও নসরুল হামিদ পলক।
উপমন্ত্রী পদে শপথ নিয়েছেন যাঁরা
উপমন্ত্রী পদে শপথ নিয়েছেন তারা হলেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও আরিফ খান জয়।
মন্ত্রীদের দফতর পরে বণ্টন করা হবে বলে জানানো হয়েছে।