দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফিফা বর্ষসেরা ফুটবলার ২০১৩ হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সোমবার জুরিখে ফিফা কংগ্রেস হাউসে ক্রিস্টিয়ানো রোনালদো হাতে তুললেন ব্যালন ডিঅর ট্রফি।
২০১৩ সালে ব্যালন ডিঅর বা ফিফা বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে ছিলেন মেসি, রিবেরি এবং রোনালদো তবে শেষ মুহূর্তে সবাইকে অবাক করে দিয়েই ট্রফি হাতে তুলে নেন রোনালদো। যদিও অর্জনের হিসেবে এগিয়ে ছিলেন শুরু থেকে পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো, ২০১৩ সালে জাতীয় দল এবং ক্লাব ফুটবলে রোনালদোর করা গোলের হিসেব ৫৬ ম্যাচে ৬৬ গোল এবং অন্যদের দিয়ে করিয়েছেন আরও ১৫টি গোল। একই সাথে পর্তুগিজ দলকে বিশ্বকাপ টিকেট পেতে একক ভাবেই বিশেষ অবদান রেখেছেন রোনালদো।
ব্যালন ডিঅর বাছাই এর ভোটের দিক দিয়ে ১৩৬৫ ভোট পেয়ে প্রথম স্থানে ছিলেন রোনালদো, ১২০৫ ভোট পেয়ে মেসি ছিলেন দ্বিতীয় স্থানে এবং তৃতীয় হওয়া ফ্র্যাঙ্ক রিবেরির ভোট ১১২৭ টি।
ফিফা বর্ষসেরা খেলোয়াড় হওয়ার পরেই রোনালদো আবেগে কেঁদে ফেলেন। রোনালদো নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন আমিই ব্যালন ডিঅর জেতার যোগ্য ছিলাম এবছর। আমি পরিশ্রম করে খেলেছি তাই ফলও পেয়েছি।
অন্য দিকে চারবার ব্যালন ডি’অর জেতা আর্জেন্টাইন তারকা মেসি এবার ব্যালন ডি’অর না জেতাতে নিজের অনুভূতিতে জানিয়েছেন রোনালদো যোগ্য হিসেবেই এবার সেরা হয়েছে। মেসি এবার মৌসুমের পুরোটা সময় জুড়েই ছিলেন ইনজুরি নিয়ে মাঠের বাইরে। ম্যাচ খেলেছেন মাত্র ৪৫টি, ৪৫ ম্যাচ খেলে মেসি গোল করেছেন ৪২ টি।
এবার নারীদের ফুটবলের ব্যালন ডি’অর হয়েছেন জার্মানির নেইডিন অ্যানগেরার। বর্ষসেরা কোচ হয়েছেন সাবেক বায়ার্ন মিউনিখ কোচ ইয়ুপ হেইঙ্কেস। সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ পেয়েছেন পুসকাস অ্যাওয়ার্ড। ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে আফগানিস্তান ফুটবল ফেডারেশন।
এবারের ফিফার বিশ্ব একাদশে যারা যারা আছেনঃ
- মেন্যুয়েল নেওউয়ার (বায়ার্ন মিউনিখ)
- দানি আল্ভেস (বার্সেলোনা)
- থিয়াগো সিল্ভা (পিএসজি)
- সারজিও রামস (রিয়েল মাদ্রিদ)
- ফিলিপ লাম (বায়ার্ন মিউনিখ)
- আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা)
- ফ্র্যাঙ্ক রিবেরি (বায়ার্ন মিউনিখ)
- জাভি (বার্সেলোনা)
- ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়েল মাদ্রিদ)
- জালতান ইব্রাহিমোভিচ (পিএসজি)
- লিওনেল মেসি (বার্সেলোনা)
ধন্যবাদান্তেঃ বিবিসি