দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নবগঠিত সরকারের নতুন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু বঙ্গবন্ধুর চার মূলনীতি বাস্তবায়ন করে সমাজ থেকে সন্ত্রাস, নাশকতা ও দুর্নীতি দূর করাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।
দি ঢাকা টাইমস্কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু আরও বলেন, পঁচাত্তরের কালো দিনের ওই ঘটনা এই বাঙালি জাতিকে বহুদূর পিছিয়ে দিয়েছিল। কিন্তু তারপরও আমরা থেমে নেই। সেদিন স্বার্থান্বেষীরা তাদের স্বার্থ উদ্ধারে জাতিকে এক কলঙ্কজনক অধ্যায়ে নিয়ে গিয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচার কার্যকরের মাধ্যমে জাতি সেই কলঙ্ক মোচন করছে।
তিনি বলেন, আজ জাতি আওয়ামীলীগের নেতৃত্বে এগিয়ে চলেছে। এখন আমাদের পেছনে ফিরে তাকানোর কোন সময় নেই। এখন শুধুই এগিয়ে যাওয়ার সময়। আমরা বঙ্গবন্ধুর সেই মূল চার নীতি বাস্তবায়নের মাধ্যমে এ জাতিকে আবার স্বর্ণশিখরে নিয়ে যাবো।
নবনিযুক্ত ভূমিমন্ত্রী আরও বলেন, আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। সন্ত্রাস, নাশকতা ও দুর্নীতি। এগুলো থেকে জাতিকে বাঁচাতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আজ সন্ত্রাস আমাদের শিরায় শিরায় ঢুকে গেছে। এই সন্ত্রাস থেকে বাঁচতে আমাদের কঠোর হতে হবে। নাশকতা সম্পর্কে শামসুর রহমান শরীফ ডিলু বলেন, নাশকতা করে কোন দিন দাবি আদায় করা যায় না। দাবি আদায়ের জন্য জনসমর্থন দরকার। যা বিএনপির নেই।
দুর্নীতি প্রসঙ্গে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু বলেন, সমাজ থেকে দুর্নীতির মুলোৎপাটন করতে হবে। সমাজের রন্ধে রন্ধে যে দুর্নীতির জীবাণু রয়েছে তা আমাদের নির্মূল করতে হবে। তিনি এসব শুদ্ধিকাজে সমাজের বিবেকবান সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাকে দেশের মন্ত্রী পদে নিয়োগ দিয়ে দেশসেবার যে সুযোগ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন তার জন্য তাঁকে কৃতজ্ঞতা জানান এবং জাতির এই উন্নয়নে নিজেকে সর্বদা নিয়োজিত রাখার ঘোষণা দেন।