The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

পুলিশের অনিয়ম বন্ধের দাবিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাস্তায় নেমেছিলেন!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ভারতের আম আদমির নেতা বর্তমান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিন দিন একের পর এক ব্যতিক্রমী রাজনিতিক নজির স্থাপন করছেন। এবার তিনি অবস্থান নিয়েছিলেন রাস্তায় দাবি পুলিশের অনিয়ম বন্ধ এবং দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের অপসারণ। অবশেষে দুই পুলিশকে ছুটিতে পাঠানোর পর তিনি কর্মসূচি থেকে সরে এসেছেন।


Kejriwal rests during dharna_Fotor_Collage

ভারতের রাজধানী দিল্লি, আর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অথচ সেই মুখ্যমন্ত্রী কিনা রাস্তায় নেমেছিলেন জনগণের দাবি নিয়ে। রাজ্যে খুন হত্যা ধর্ষণ এবং নারী নিরাপত্তার দাবি নিয়ে মুখ্যমন্ত্রী অবস্থান নিয়েছেন ভারতের কেন্দ্রীয় সংসদ ভবনের ঠিক বাইরেই!

যদিও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এই অবস্থানের বিষয়ে ভারতের বিশ্লেষকদের নানান মতামত রয়েছে, কেউ বলছেন মুখ্যমন্ত্রীর মত ব্যক্তি কখনই আইন অমান্য করতে পারেন না। একই সাথে মুখ্যমন্ত্রী কেন রাস্তায় বসবেন দাবি আদায়ের জন্য যেখানে তাঁর হাতেই ক্ষমতা! অন্য দিকে আরেক দল বলছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের রাস্তায় অবস্থান যুক্তি সঙ্ঘত কারণ ভারতের আর দশটা রাজ্যের মত দিল্লির শাসন ব্যবস্থা নয়। দিল্লিতে রয়েছে কেন্দ্রীয় সরকারের দফতর একই সাথে সংসদ সচিবালয় এবং দেশী বিদেশী কূটনীতিকদের দূতাবাস। ফলে দিল্লির নিরাপত্তা রক্ষার্থে এখানে পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রীর অধীনে নয়। আর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রধান দাবি পুলিশ প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ ফলে এই দাবি নিয়ে রাস্তায় নেমে আসা যুক্তিযুক্ত।

Kejriwal_Rakhi_birla_Dharna_day2_AFPstory

অপর দিকে কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক পুলিশ পড়েছেন বিপদে। কারণ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তো আর দশজন ভিআইপির মতন নন তিনি দিল্লির মুখ্যমন্ত্রী। আর পুলিশ যদিও তাকে রাস্তায় অবস্থান নেয়ার কারণে গ্রেফতার করেনও তাকে নিয়ে রাখবেন কোথায়? যেই দিল্লি জেলে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কে রাখবেন তা তো স্বয়ং মুখ্যমন্ত্রীর অধীনে! অতএব তাকে গ্রেফতার করার বিষয়ে ভয়ংকর দো-টানায় আছে দিল্লি পুলিশও।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতোমধ্যে নিজের মন্ত্রীদের নিয়েই দুই রাত রাস্তায় কাটিয়েছেন এবং তিনি রাস্তায় বসেই দিল্লির রাজ্য সরকারের সকল কাজ করেছেন! এটাও একটা বিরল নজির।

Kejriwal_Rakhi_birla_Dharna_day2_AFPstory

এদিকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলছেন আমরা ঘরে থাকতে পারিনা, বাইরে এলেও জনগণের নিরাপত্তা নেই। আমাদের মায়েরা বোনরা রাস্তায় নির্যাতিত তাদের সম্ভ্রম হানি হছে তাদের হত্যা করা হচ্ছে আর পুলিশ প্রশাসন নীরব। যেসব এলাকায় এসব ঘটনা ঘটছে ঐ সব এলাকার পুলিশ কর্মকর্তাদের অপসারণ করা হোক। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা ঘরে ফিরে যেতে আসিনি। সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে আমরা অনশনে যাবো। দাবি মানতেই হবে। দিল্লির আইন শৃঙ্খলা অবস্থা অত্যন্ত নাজুক এখন। প্রশাসন নিজেরা পুলিশ নিরাপত্তায় নিরাপদে অফিস করেন আর জনগণ থাকে অনিরাপদ অথচ সরকার এবং প্রশাসনের কাজ জনগণের নিরাপত্তা দেয়া, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা নয়।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের বিষয়েও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের অধিনের মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। তিনি তো পুলিশ থেকে টাকা খান। আর পুলিশ মন্ত্রীদের টাকা দিয়ে ঠাণ্ডা রাখেন এবং মন্ত্রীদের টাকা যোগাড় করতে পুলিশ সাধারণ মানুষ থেকে ঘুষ নেয়।

Arvind_Kejriwal_calls_off_protest_650

দিল্লির আম জনতা অবশ্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পক্ষেই অবস্থান নিয়েছেন। তারা বলছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তো কোন অন্যায় করছেন না তিনি অহিংস অন্দলন করছেন এবং জনগণের দাবি আদায়ে কাজ করছেন। আর রাস্তায় অবস্থান নেয়ার আগে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পুলিশের সাথে বসেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসেছেন, কেন্দ্রীয় সরকারের সাথে বসেছেন কেউ তো কোন ব্যবস্থা নেয় নি। মানুষ নির্যাতিত হচ্ছে, জলন্ত মানুষ পোড়ানো হচ্ছে আজ দিল্লির মত শহরের নিরাপত্তা নেই। সুতরাং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির জনগণের কথাই বলছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকারের আশ্বাসের ভিত্তিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এই অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

দিল্লির ঘটনা যাই হোক এসব থেকে বাংলাদেশের নেতাদের অনেক কিছুই শেখার আছে। আমাদের দেশেও একজন অরবিন্দ কেজরিওয়াল দরকার। আমাদের নেতারা কি পারেনা জনগণের জন্য সকল সুখ আরাম ছেড়ে রাস্তায় নেমে আসতে? জনগণের দুঃখ দুর্দশা খুঁজতে এবং তা দূরীকরণে সঠিক ব্যবস্থা নিতে! এটা এখন সময়ের দাবি।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali