দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তানজানিয়ার একটি হ্রদের নাম Lake Natron, এক কালে এই হ্রদ সুন্দরতম পাখি ফ্লেইংগোর বিচরণ ক্ষেত্র থাকলেও এখন এটি মৃত্যু পুরিতে পরিণত হয়েছে।
উত্তর তানজানিয়াতে কেনিয়ার সীমান্তের সাথে লাগোয়া এক হ্রদের নাম Lake Natron। একে মৃত হ্রদও বলা হয়। Southern Ewaso Ng’iro নদীর অববাহিকায় অবস্থিত এই হ্রদের পানি এক কালে প্রচুর লবণ এবং খনিজে পরিপূর্ণ ছিল। এখানে অসংখ্য প্রাণী বসবাস করত। এটি একটি নদী অববাহিকার বেসিন।
পর্যাপ্ত বৃষ্টি না হলে এই হ্রদের পানি শুকিয়ে যায়। এখানে খনিজ এবং লবণের pH মান বেড়ে যায়। কম বৃষ্টিপাত হলে এই হ্রদের পানির pH ৯ থেকে ১০.৫ এ চলে আসে এবং এখানের তাপমাত্রা ৬০ ডিগ্রী সেলসিয়াসে রূপ নেয়। এই অতি গরম এবং খুব বেশি pH এই হ্রিদকে কেন্দ্র করে থাকা নানান পশু পাখিকে শুকিয়ে স্থির করে দেয়।
যখন এই হ্রদে তাম মাত্রা বাড়ে এবং পিএইচ বেড়ে যায় তখন এখানে জীবনের অস্তিত্ব বিলীন হয়ে যায়।
যখন তানজানিয়ার Lake Natron মৃত্যু পূরীতে রূপ নিয়েছিল ঠিক সে সময় চিত্রকর Nick Brandt এই দৃশ্য তাঁর ক্যামেরায় বন্ধী করে নিয়ে আসেন যা সারা বিশ্বে দারুণ জনপ্রিয়তা পায়।
Nick Brand তাঁর এসব ছবির বিষয়ে বলেন,’আমি এসব ছবি ধারন করেছি আমার কোডাক ক্যামেরাতে। অসাধারণ এসব ছবি অবশ্য এভাবেই ছিলনা। এসব পাখি এবং বাদুর সোডা এবং উচ্চ লবনে মরা যায় এবং তাঁরা খুব ভালোভাবে সংরক্ষিত ছিল। আমি কেবল তাদের জীবিত থাকতে যেভাবে ডাল পালাতে বসতো ঠিক সেভাবে জীবন্ত ভাবে ফুটিয়ে তুলেছি ক্যামেরাতে।”