দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাঝে মাঝে প্রেসিডেন্টও জনসাধারণের মত ভুল করে। এমনটাই ঘটলো গত মঙ্গলবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা iPad এ ভিডিও ধারণের চেষ্টা করে বোকা বনেছেন।
“আমেরিকার ছাত্রদের জন্য একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ উচ্চ গতির ইন্টারনেট এক্সেস দিচ্ছে” এই ঘোষণা দেয়ার জন্য ওবামা মেরিল্যান্ড মিডল স্কুলে যান। সেখানে একটি ক্লাসরুম দিয়ে যাওয়ার সময় দেখেন ছাত্ররা তাদের কোর্স ওয়ার্কের অংশ হিসেবে iPad ব্যবহার করছে। তিনি একটি iPad নিয়ে ছাত্র, সাংবাদিক আর তার সমবেত কর্মীদের ভিডিও ধারণ শুরু করেন।
একটি ছাত্র দেখিয়ে দেয়ার পর বুঝা গেল, তিনি “record” বাটন চাপতেই ভুলে গেছেন। তিনি লজ্জা পেয়ে বললেন, ” ওহ! পুরো সময় আমি রেকর্ড করছিলাম না? আমি ভাবছিলাম আগে থেকেই রেকর্ড চলছিলো।”
যে ছাত্রটি দেখিয়ে দিয়েছিল তার নাম কেভিন। তার সাহায্য নিয়ে শেষ পর্যন্ত বিশ্বের ক্ষমতাধর ব্যক্তি ওবামা ভিডিও করতে পারলেন।
https://vine.co/v/MabPz1aDdlO
বারাক ওবামার iPad এ ধারণ করা ভিডিওটি দেখুনঃ
সুত্রঃ BuzzFeed