দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছেন। তিস্তা চুক্তিসহ বেশ কিছু ইস্যুতে মমতা বাংলাদেশের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন। পশ্চিমবঙ্গ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের জামায়াতকে মদদ দিচ্ছেন!
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, “পশ্চিম বঙ্গ বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাম্প্রদায়িক দল জামায়াতকে মদদ দিচ্ছেন, যাদের খোদ বাংলাদেশের গণমানুষই প্রত্যাখ্যান করেছে।“ গত রোববার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড মাঠে এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
তিস্তা চুক্তি ও সীমান্ত ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতার অবস্থান নিয়ে সমালোচনা করে বিমান বসু বলেন, “তিনি (মমতা) তাদের এখানে আশ্রয়- প্রশ্রয় দিচ্ছেন। ধর্মীয় মৌলবাদী শক্তির উত্থানে তিনি মদদ দিচ্ছেন। তিনি একটি ভয়াবহ খেলায় মেতে উঠেছেন।”
উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে বন্ধু প্রতিম ভারতের যে সুসম্পর্ক রয়েছে সামপ্রতিক সময়ে তিস্তাচুক্তি সীমান্ত ইস্যুসহ বেশ কিছু বিষয়ে মমতার আপত্তির কারণে ঝুলে রয়েছে। যেটি খোদ ভারতের অন্যান্য রাজনৈতিক দলও চাইছে না। কারণ বাংলাদেশের জন্মলগ্ন থেকেই ভারত সব সময় বাংলাদেশের পাশে রয়েছে।