দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটেনের রাজ পরিবারের দুই সদস্য যুবরাজ উইলিয়ামস এবং যুবরাজ হ্যারি ব্রিটিশ নাগরিকদে সাহায্যের জন্য বাঁধ নির্মাণে কাঁধে বালুর বস্তা তুলে নিলেন।
যুবরাজ কিংবা ক্ষমতাবান মানুষরা সচরাচর সাধারণ মানুষের কাতারে নেমে আসার ঘটনা বিরল। এবার ব্রিটেনে সেই রকম এক ঘটনা ঘটেছে। ব্রিটিশ রাজ বংশের দুই ভবিষ্যৎ উত্তরাধিকার প্রিন্স হ্যারি এবং প্রিন্স উইলিয়ামস দুইনজেই এক সাথে নেমে পড়েন লন্ডনের পশ্চিম অঞ্চলের টেমস নদীর অবহাহিকায় রাস্তার পাশে বাঁধ নির্মাণে।
ভিডিও
http://youtu.be/wFIREmAK9e8
দুই যুবরাজ এক সাথে ব্রিটিশ সেনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নেমে পড়েন বালুর বস্তা দিয়ে বন্যার পানি প্রতিহত করার জন্য বাঁধ নির্মাণের কাজে। রেল শ্রমিকরা তৈরি করেন বালুর বস্তা সমুহ এবং তা ট্রাক থেকে নামায় ঘটনাস্থলে থাকা সৈনিকরা। যুবরাজ উইলিয়ামস এবং যুবরাজ হ্যারি দুই জনেই এই সময়ে ট্রাক থেকে বালুর বস্তা নামিয়ে আনার কাজে সৈন্যদের সাহায্য করেন, তাঁরা কাঁধে তুলে নেন বালুর বস্তা। এসব বালুর বস্তা ট্রাক থেকে নিয়ে যাওয়া হয় বিভিন্ন বন্যা দুর্গত ঘর রক্ষায় এবং নদীর কিনারায় ভাঙ্গন প্রতিহত করতে বাঁধ নির্মাণের জন্য কাজে লাগাতে।
উল্লেখ্য, ব্রিটিশ রাজবংসের দুই যুবরাজ বেশ কিছুদিন ব্রিটিশ সৈন্য বাহিনীতে কাজ করেছেন, যা একজন যুবরাজ হিসেবে সকল যুবরাজকেই করতে হয়। এদিকে ব্রিটিশ রাজ পরিবারের সুত্রে জানা গেছে, “দুই যুবরাজের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে বিশেষ পরিকল্পনা স্বাভাবিক ভাবেই ছিল এবং সেই হিসেবেই দুই রাজকুমার ঘটনাস্থলে যান। যুবরাজদের দুর্গতদের পাশে থাকার মুল কারন ছিল স্থানীয়দের মনে সাহস দেয়া এবং কর্মরত সৈন্যদের মনে শক্তি সঞ্চয় করা।”
বিশ্বের ক্ষমতা ধর একটি রাষ্ট্রের রাজতন্ত্রের সর্বোচ্চ আসনে থাকা মানুষদের এভাবে জনমানুষের পাশে এসে দাঁড়ানো সত্যি এক বিরল নজির। আমাদের মত স্বল্প উন্নত দেশের ক্ষমতাধরদের জন্য এবং সমাজের উচ্চশ্রেণীতে থাকা মানুষদের জন্য এধরনের নজির অনুকরণীয়।
সুত্রঃ Theguardian