দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরির কথিত ভিডিও বার্তা ইন্টারনেটে প্রকাশের অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সংবাদ মাধ্যম জানিয়েছে, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরির কথিত ভিডিও বার্তা ইন্টারনেটে প্রকাশের পর পুলিশ ও র্যাব ব্যাপকভাবে তদন্ত শুরু করে। এক পর্যায়ে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইলের মাঝিপাড়া থেকে রাসেল বিন সত্তার (২১) নামে এক যুবককে আটক করেছে র্যাব। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় দিকে তাঁকে আটক করা হয় বলে সংবাদ মাধ্যম সূত্র নিশ্চিত করেছে। সূত্র: বাংলাদেশ নিউজ২৪।
র্যাব জানিয়েছে, আটক হওয়া যুবকের কাছ থেকে তিনটি মুঠোফোন, দুটি ল্যাপটপ, বিপুলসংখ্যক জিহাদি বই ও উপকরণ উদ্ধার করা হয়েছে।
জাওয়াহিরির কথিত ভিডিও বার্তা ইন্টারনেটে প্রকাশের মূলে রয়েছেন রাসেল। ইসলামী ছাত্রশিবিরের ফেসবুক পেজ বাঁশের কেল্লাসহ বেশ কয়েকটি উগ্রবাদী পেজের একজন অ্যাডমিন এই রাসেল, এমনটা দাবি করেছে র্যাব।
উল্লেখ্য, ইন্টারনেটে প্রচারিত ‘বাংলাদেশ: ম্যাসাকার বিহাইন্ড এ ওয়াল অব সাইলেন্স’ শীর্ষক ভিডিও বার্তা সম্প্রতি দেশ-বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ভিডিওটির উৎস খুঁজতে আইন প্রয়োগকারী সংস্থা সর্বশক্তি নিয়োগ করে।