দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বহুল আলোচিত আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির অডিও বার্তাটি আল-কায়েদারই বলে দাবি করেছে আল-ফুরসান মিডিয়া নামে একটি ‘জিহাদি’ ওয়েবসাইট। তথ্য অনলাইন পত্রিকার।
আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার উদ্বৃতি দিয়ে ওই সংবাদ মাধ্যম জানিয়েছে, বাংলাদেশে জিহাদের ডাক দিয়ে আল কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরি যে অডিও বার্তা দিয়েছেন তা প্রকৃত অর্থেই আল কায়েদার। এমন দাবি করেছে আল-ফুরসান মিডিয়া নামে একটি ‘জিহাদি’ ওয়েবসাইট।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে আল- ফুরসান মিডিয়া বলেছে, “গত জানুয়ারির মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের মুসলিমদের সার্বিক অবস’া তুলে ধরে আস সাহাব মিডিয়া শাইখ আইমান আল জাওয়াহিরির বার্তা ভিডিও আকারে প্রকাশ করে, যার মূল সূত্র হ”েছ আল কায়েদার মিডিয়া কেন্দ্র আল ফজর। এই ভিডিওটি সর্বপ্রথম প্রকাশিত হয় আল কায়েদার মূল দুই ফোরাম শুমুখ আল ইসলামিক ফোরাম ও আল ফিদা ইসলামিক নেটওয়ার্কে।” তথ্যসূত্র: বাংলাদেশ নিউজ২৪
‘শাইখ আইমান আল জাওয়াহিরির ওই বার্তা নিয়ে বাংলাদেশের তাগুতি মিডিয়াগুলোর মিথ্যা প্রচারণার জবাব’ শিরোনামে দেয়া পোস্টে আল-ফুরসান বলেছে, গত জানুয়ারিতেই আইমান আল-জাওয়াহিরির ৩টি ভিডিও প্রকাশিত হয়েছে। যার দুটি শাম ও মিশরের প্রতি এবং অন্যটি বাংলাদেশ নিয়ে।
ওই খবরে দাবি করে বলা হয়, “অনেক তাগুতি মিডিয়া প্রচারণা চালা”েছ যে, এই ভিডিওটি আড়াই মাস আগে প্রকাশ হয়। এটিও একটি ভুল ধারণা। মূলত ওই ভিডিওটি শাইখ আইমান আল জাওয়াহিরির আরেকটি ভিডিও এর ক্ষুদ্র অংশবিশেষ যাতে জাওয়াহিরি বার্মা ও বাংলাদেশের মুসলিমদের অবস’া উম্মাহর মাঝে তুলে ধরেছেন। এই অংশের বিশেষ বাংলায় অনুবাদ করেছে আন নাছর মিডিয়া।”
খবরে আরও বলা হয়েছে, ওয়াশিংটনভিত্তিক জেহাদোলোজি ডট নেট-এ প্রকাশিত জাওয়াহিরির ওই অডিও বার্তাটি পর্যালোচনায় দেখা যায়, আরবি ভাষায় অডিও বার্তার সঙ্গে ইংরেজি সাবটাইটেল যুক্ত রয়েছে। ওই বার্তায় বাংলা সাবটাইটেল বা ডাবিং নেই। কিন’ বাংলাদেশে আল-জাওয়ারির বার্তাটি প্রচার হয়েছে বাংলা সাবটাইটেল ও ডাবিংসহ। আল কায়েদা প্রধানের অডিও বার্তা অনুবাদ, বাংলা সাবটাইটেল, ডাবিংসহ অন্যান্য কাজ ধষভধষধযনষড়ম.ড়িৎফঢ়ৎবংং.পড়স করেছে বলে ফেইসবুক পোস্টে বলেছে আল-ফুরসান মিডিয়া। ২৮ জানুয়ারি দাওয়াহ ইল্লাল্লাহ নামের ফেসবুক পৃষ্ঠায় জাওয়াহিরির ওই বক্তব্যের বাংলা অনুবাদ প্রকাশিত হয়।
উল্লেখ্য, বাংলা করা নিয়ে আমরাও দি ঢাকা টাইমস্ এ সংবাদ প্রকাশ করেছিলাম। এবং তাতে বলেছিলাম এটি কে বাংলা করলো, কোথায় থেকে হলো তা দেখা দরকার।