দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমেরিকায় প্রচুর তুষারপাত শুরু হলে সেখানে। দক্ষিণ ক্যারোলিনা এবং আমেরিকার উত্তর অঞ্চলের প্রদেশ সমূহের রাস্তা ঘাট জমে যায় বরফে। আজ আমরা সেই সময়ে উঠে আসা কিছু অসাধারণ ছবি নিয়ে এই পোষ্ট সাজিয়েছি।
আমেরিকার উত্তর অঞ্চলের প্রদেশ সমূহের রাস্তায় প্রায় ৬ থেকে ১৪ ইঞ্চি তুষার জমে যায়। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এবং স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়। তুষার ঝর নিউইয়র্ক শহর এবং আটলান্টা শহরেও আঘাত্র হানে। বরফের চাঁদরে ঢেকে যায় শহর সমূহ।
আমেরিকার উত্তর অঞ্চলের প্রদেশ সমূহের মাঝে সংযোগকারী হাইওয়ে সমূহে তুষার পাতের ফলে কোন রকম যান চলাচল করতে পারেনি। এমনকি সেখানে বরফের উপরে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে গিয়ে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
চলুন বরফে জমে যাওয়া কিছু ছবি দেখা যাকঃ
১)
ছবিতে: এস ম্যাকডেল স্ট্রিটে রাখা অসংখ্য গাড়ি।
২)
ছবিতে: পুলিশের নিরাপত্তা টেপ বেঁধে রাখা হয়েছে একটি গাড়ির লুকিং গ্লাসে।
আরও দেখুনঃ শীতকালে অসাধারণ দেখতে ১৯টি প্রাণীর ছবি!
৩)
ছবিতে: পুলিশ কর্তৃক নির্ধারিত পরিত্যক্ত এক গাড়ি। এর মালিক হয়ত ঝড়ের কবলে পড়ে গাড়ি রাস্তায় রেখে গেছেন।
৪)
ছবিতে: পিএনসি অফিসের বাইরে জমে থাকা বরফ।
৫)
ছবিতে: গাড়ি থেকে জমা বরফ গলে পড়ার দৃশ্য।
দেখে নিনঃ বরফে জমে যাওয়া নায়াগ্রা জলপ্রপাতের অসাধারণ কিছু ছবি!
৬)
ছবিতে: Carter-Finley স্টেডিয়ামের বাইরে থাকা শিয়ালের ভাস্কর্যে জমে থাকা বরফ।
৭)
ছবিতে: ভয়ংকর ঝুঁকি থাকলেও কিছু গাড়ি চলছে রাস্তায়।
৮)
ছবিতে: Edwards Mill রাস্তায় গাড়ির আস্তে ধীরে চলা।
৯)
ছবিতে: নিউইয়র্কের হাইওয়েতে জমে যাওয়া বরফেই ঝুঁকি নিয়ে চলছে গাড়ি।
সূত্রঃ Mashable