দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের এই পৃথিবীতে মানুষের আবির্ভাব অনেক বছর আগে থেকেই। আমরা জানিনা আজ যেখানে আমরা দাড়িয়ে আছি ঠিক সে যায়গায় ১০০০ বছর আগে কারা ছিল কিংবা কি হয়েছিল। এরকম এক ঘটনা ঘটল আমেরিকার মিসিসিপি অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব মিসিসিপি মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে। সেখানে মাটি খুঁড়তেই পাওয়া গেলো ১০০০ মানুষের কঙ্কাল!
আমেরিকার মিসিসিপি অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব মিসিসিপি মেডিক্যাল কলেজের ক্যাম্পাসের একটি যায়গায় কলেজ কর্তৃপক্ষ গাড়ি পার্কিং করার জন্য পার্কিং লট তৈরি করতে উদ্যোগ নেয়। ফলে তারা ঐ যায়গায় জমির মাপের কাজ সেরে মাটি খুঁড়তেই একে একে বেড়িয়ে আসে প্রায় ১ হাজার মানুষের কঙ্কাল।
ঘটনায় সম্পূর্ণ সার্ভে দল এবং কলেজ কর্তৃপক্ষ অবাক হয়ে যায়। ঠিক এক যায়গায় এতো মানুষের কঙ্কাল পাওয়া নিয়ে নানান জল্পনা কল্পনা চলতে থাকে। পরবর্তীতে স্থানীয় প্রশাসন এবং বিশ্লেষকদের মাধ্যমে জানা যায় ঠিক এই যায়গায় দীর্ঘদিন আগে একটি মানসিক রোগীদের সেবামূলক প্রতিষ্ঠান ছিল। অসংখ্য মানসিক রোগী এই যায়গায় অবস্থান করতেন এবং সেই প্রতিষ্ঠানের কবর স্থান ছিল আজকের কঙ্কাল পাওয়া যায়গায়। এছাড়াও ঐ সময়ের আগেও আরও অসংখ্য দাসকে এখানে নির্যাতনের পরে কবর দেয়া হয়েছিল। ফলে এসকল কঙ্কাল সে সময়ের মানসিক রোগী এবং দাসেদের।
চিত্র-বিচিত্র তে পড়ুনঃ অভিশপ্ত ও ভয়ঙ্কর মমি কাহিনী
মিসিসিপি অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব মিসিসিপি মেডিক্যাল কলেজের ডিন ড. জেমস কিটন বলেন, “এই কঙ্কাল গুলো আমাদের বিপদে ফেলে দিয়েছে। আমরা এখন এখানে পার্কিং স্থান বানাতে পারবনা। আর যদি এই যায়গায় পার্কিং লট বানাই তাহলে সকল কঙ্কালকে আমাদের অন্যত্র সরিয়ে নিতে হবে এবং আবার নতুন করে কবর দিতে হবে। এক্ষেত্রে প্রতি কঙ্কালের জন্য কবরের জায়গা এবং আনুষঙ্গিক খরচ মিলিয়ে ৩ হাজার ডলার লাগবে। মোট প্রায় তিন মিলিয়ন ডলার খরচ পড়বে।”
আরও পড়ুনঃ ২ হাজার বছর পুরোনো গ্লাসিয়ারে পাওয়া ২০০ মানুষের কঙ্কালের রহস্য উন্মোচন!
ড. জেমস কিটন আরও বলেন, “আমাদের পক্ষে এত বেশি পরিমাণ অর্থ ব্যয় করা সম্ভব নয়। ফলে আমরা এই স্থানে পার্কিং করার বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে কলেজের অন্য কোন স্থানে পার্কিং করার বিষয়ে ভাবছি।
এদিকে কঙ্কাল সমূহ আপাতত আগের যায়গায় পুতে রাখা হয়েছে, তবে বিশ্লেষকরা বলছেন এসব কঙ্কাল ঐতিহাসিক কালের সাক্ষী হিসেবে কাজে দেবে। পরবর্তীতে প্রয়োজনে মাটি খুঁড়ে এদের বিষয়ে বিস্তারিত গবেষণা চালানো হবে।
সূত্রঃ Goeducation