দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘সীমারেখা’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার।
এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন দেওয়ান নাজমুল অপরদিকে চলচ্চিত্রে অভিষেক হয়েছে বাংলাদেশের অভিনয়শিল্পী ফাহিম ও রথীর। অপরদিকে ছবিটিতে আরও পরিচালনা করেছেন কলকাতার স্বপন সাহা।
বাংলাদেশ ও ভারতের ৩ তরুণ-তরুণীর প্রেমকাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘সীমারেখা’। এতে ফাহিম ও রথী অভিনীত চরিত্রের বাবাই ও শ্রেয়া নামে। পাখি নামে অপর একটি চরিত্রও রয়েছে এই সিনেমায়।
এই ছবিতে দেখা যাবে, বাংলাদেশের সীমান্তবর্তী শ্রীপুর গ্রামের খান পরিবারের ছেলে বাবাই প্রেমে পড়ে কলকাতার শ্রীপুর গ্রামের সাধারণ মেয়ে শ্রেয়ার। কিন্তু তার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় পাখির। বাবাই পাখিকে জানিয়ে দেয়, সে শ্রেয়াকে ভালোবাসে। এমন এক পরিস্থিতিতে পাখি তার দাবি ছেড়ে বাবাই ও শ্রেয়াকে সাহায্য করে। তার সহায়তায় একদিন কলকাতা থেকে শ্রেয়াকে নিয়ে পালিয়ে আসেন বাবাই।
ছবিতে নতুন জুটি ফাহিম ও ফারিহা ছাড়াও বাংলাদেশের শিল্পীদের মধ্যে ববিতা, স্নিগ্ধা, সিরাজুল ইসলাম, স্বর্গীয় অমল বোস, কাবিলা, সাগর, সুমা আকাশ, মনিরা, নুর মোহাম্মদ খাঁন, বেগম মন্টু, সরল হাসমত ও আনিস এবং অপরদিকে ভারতের রজতাভ দত্ত, দুলাল লাহিড়ী, শান্তনা বসু, মৃনাল মুখার্জী, ব্যানার্জী, সুমিত গাঙ্গুলী, গৌর শংকর পান্ডা, সঞ্জয় ব্যানার্জী, রঞ্জন ভট্টাচার্য, প্রিয়াংকা ভট্টাচার্য প্রমুখ অভিনয় করেছেন। গান গেয়েছেন: এন্ড্রু কিশোর, কনক চাঁপা, সামিনা চৌধুরী, বেবী নাজনীন, আগুন, তানজিনা রুমা, এসআই টুটুল।
বাংলাদেশের ও ভারতে একযোগে মুক্তি পাওয়ার কথা এই সিনেমাটি।