The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

নিরব অভিনীত বলিউডের ছবি ‘বালা’র শুটিং শেষ পর্যায়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা নিরব অভিনীত বলিউডের ছবি ‘বালা’র নির্মাণ কাজ প্রায় শেষের দিকে।

nirab

সম্প্রতি ব্যাঙ্গালুর“র কোলার নামের একটি চমৎকার লোকেশনে ছবিটির গানের শুটিং করা হয়। সেখানেই হিন্দি গানের সঙ্গে তাল মিলিয়ে নাচেন তিনি।

ফেসবুকে নিরব লিখেছেন, ‘ইশকসারফিরা’ শিরোনামের একটি গানের শুটিং চলছে এখানে। সঙ্গে রয়েছেন সেনশেসন কাভিতা রাধেশ্যাম। ইতিমধ্যে ছবির ৮০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে।’

nirab-2

নিরব আরও বলেন, ‘কোলার অসম্ভব সুন্দর একটি স্থান। আর আমরা যেখানে শুটিং করছি ঠিক সেখানেই অজয় দেবগানের ‘দৃশ্যাম’ ছবির শুটিং হয়েছিল। আমাদের পাশেই তামিল একটি ছবির শুটিং হচ্ছে। সবকিছুই খুব এনজয় করছি।’

আগামী ১০ অথবা ১২ তারিখ শুটিং শেষ করে মুম্বাই যাবেন নিরব। তারপর ব্যক্তিগত কিছু কাজ সেরে দেশে ফিরবেন বলে তিনি জানান।

বলিউডের নির্মাতা ফয়সাল সাইফ ‘বালা’ ছবিটি পরিচালনা করছেন। নিরব ছাড়া আরও অভিনয় করছেন বলিউডের কাভিতা রাধেশ্যাম, পাকিস্তানের মিরা খান প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...