দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নাটোরের বাগাতিপাড়ায় রহস্যজনক সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। সুড়ঙ্গটি প্রায় প্রায় সাত ফুট গভীর। ইতোমধ্যে সুড়ঙ্গটি নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নাটোর উপজেলার চিথলিয়া গ্রামের কাইমুদ্দিন শেখের বাঁশবাগানের মধ্যে রহস্যজনক সুড়ঙ্গটির সন্ধান পাওয়া যায়। ধারনা করা হচ্ছে এটি কোন মানুষ খুঁড়েছে। সুড়ঙ্গের ব্যপ্তি দেখে সাধারণ মানুষ সন্দেহ করছেন যেই এটি খনন করুকনা কেন, উদ্দেশ্য কয়েকটি থাকতে পারে। স্থানীয়রা ভাবছেন কেউ হয়তো মাটির নিচের গুপ্তধনের সন্ধানে এই সুড়ঙ্গ খনন করে থাকতে পারে।
সুড়ঙ্গের আলামত দেখে বুঝা যাচ্ছে এটি খননকরা হয়েছে দুই এক দিনের মাঝেই, কাইমুদ্দিন শেখের ছোট ভাই আমিরুল শেখ জানান, তিনি শনিবার সকালেই এই সুড়ঙ্গ দেখতে পান। সে সময় তিনি বাঁশবাগানে গরু বাধতে গিয়ে প্রথমে পানির বোতল দেখে এগিয়ে সুড়ঙ্গটি দেখতে পান। তিনি আরও বলেন তিনি সুড়ঙ্গের আশেপাশে বেশ কিছু সিগারেটের খালি প্যাকেট ও ম্যাচ লাইট দেখতে পান।
অনেকেই আবার মনে করছেন বিশাল এই সুড়ঙ্গ কেউ মানুষ গুম করতেও করে রাখতে পারে। তবে ঘটনা পুলিশকে জানান হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান তিনি ঘটনা সম্পর্কে অবগত আছেন, তবে কে বা কারা কেনো এটি খুঁড়েছে তা এখনও জানা যায়নি।
এদিকে স্থানীয়রা বলছেন জমিদার আমলে এই অঞ্চলে জমিদারের খাজনা সংগ্রাহক চন্দ্র শেখর তলবদার বসবাস করতেন, ফলে চন্দ্র শেখরের রেখে যাওয়া যেকোনো গুপ্তধন এখানে থাকতেই পারে যার সন্ধানে এই সুড়ঙ্গ খনন করা হয়েছে হয়তো।
অপর দিকে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম এক মিডিয়াকে বলেন, ‘সকালে খবর পেয়ে জমির মালিককে সুড়ঙ্গটি বন্ধ করে দিতে বলা হয়েছে।’