দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডানা শাই, যুক্তরাষ্ট্রের মিয়ামী শহরের একজন কিশোরীর ফেসবুক পোস্টের কারণে তার বাবার ৮০০০০ ডলার জরিমানা হয়েছে যা বাংলাদেশী টাকায় ৬৩ লক্ষ টাকার সমপরিমাণ। আইনগত গোপনীয়তা ভঙ্গের কারণে মিয়ামীর আদালত তাকে এই জরিমানা করে।
ডানা শাই নামের এই কিশোরী ফেসবুকে একটি গোপনীয় চুক্তির কথা প্রকাশ করে দেয়। পোস্টটি ছিল এমন, “মা-বাবা গালিভারের বিরুদ্ধে কেইসে জয়ী হয়েছে। ফলে গালিভার মা-বাবাকে ইঊরোপ সফরের জন্য অর্থ দিতে হচ্ছে।” যদিও তারা ইউরোপ যাচ্ছিলো না, মূলত অর্থটি দেওয়া হচ্ছিলো আদালতের রায়ের ভিত্তিতে।
ডানা শাইয়ের বাবা গালিভারের প্রিপারেটরি বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন, কিন্তু গালিভার চুক্তি নবায়নে আগ্রহী ছিলেন না। ফলে তিনি আদালতে অভিযুক্ত করেন এবং জয়ী হন। শর্ত ছিল সে এবং তার স্ত্রী ঐকমতের কথাটি গোপন রাখবে। কিন্তু তিনি তার কন্যার সাথে কথাটি শেয়ার করেন, মেয়েটি তা ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়ে দেয়।
অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি থেকে একটি বিষয় পরিস্কার হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সচেতনতা ভালো। কখনো কখনো এর যথেচ্ছ ব্যবহার ক্ষতির কারণ হতে পারে। এছাড়াও একটি বিষয়কে অতিরঞ্জিত করে প্রকাশ করা ঠিক নয়।
তথ্যসূত্রঃ বিজনেসইনসাইডার
This post was last modified on জুলাই ২৪, ২০১৪ 10:41 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য সচেতন জীবনের অন্যতম শর্ত হলো সঠিক খাবার বেছে নেওয়া।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার জীবনের অভিজ্ঞতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক বাসিন্দা তার বাড়ি বিক্রির বিজ্ঞাপনে লিখেছেন-“ফ্লোটিং…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২২ অগ্রাহায়ণ ১৪৩২…
View Comments
শাহিল শ ড়ানা