দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ চল্লিশ বছরের অধ্যায় শেষ করলো বিমান DC10। সর্বশেষ বাংলাদেশ বিমানের DC10 মডেলের একটি বিমান যাত্রী বহন করে। যুক্তরাজ্যে জল তোরণ অভিবাদনের মাধ্যমে বিদায় জানান হয় এটিকে।
ঢাকা থেকে যাত্রা শুরু করে বিমানটি কুয়েত হয়ে যুক্তরাজ্যের বিরমিংহাম বিমান বন্দরে পৌঁছায়। এটি ল্যান্ড করার পর অসাধারণ দৃশ্যের অবতারণা হয়। বিমানটিকে জল ছিটিয়ে অভিবাদন জানান হয়। বিদায় জানানো হয় চল্লিশ বছরের পুরনো এই আকাশ বন্ধুকে।
DC10 এর শেষ যাত্রায় ৩৫ জন যাত্রী ছিল। এর মধ্যে গর্ডন স্ট্রেস নামক এক যাত্রী, যে শুধুমাত্র এই ফ্লাইটে ভ্রমণের জন্য ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসেছিলো। সে যখন শুনে এটাই হবে DC10 এর শেষ যাত্রা তখনি এতে ভ্রমণের সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত এই শেষ যাত্রার সাক্ষী হতে পেরে সে খুবই খুশি।
ইংল্যান্ড থেকে এটির নিউ ইয়র্ক যাওয়ার পরিকল্পনা ছিল। ওখানকার সিয়াটল মিউজিয়াম এটি প্রদর্শনীর জন্য রাখবে বললেও পরে তারা স্থান সঙ্কুলান না হওয়ায় মানা করে দেয়। পরে এটি ব্রান্টিংথোর্প এভিয়েশন মিউজিয়ামে প্রদর্শনীর সিদ্ধান্ত হয়। কিন্তু উড্ডয়নের দিন জানা যায় এটি আবার দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে। কেননা এর ইঞ্জিন বিক্রয়ের জন্য ক্রেতা পাওয়া গেছে।
লঙ বীচ, ক্যালিফোর্নিয়ার ডগ্লাস এয়ারক্রাফট কোম্পানি DC10 উৎপাদন করে। এটি প্রথম আকাশে উড়ে ১৯৭১ সালে। তখন এতে ২৫০ এবং ৩৮০ জন যাত্রী ধারণ ক্ষমতা ছিল। ১৯৮৯ সালে সর্বশেষ ৪৪৬ নম্বর DC10 কেনে নাইজেরিয়া। এরপর আর কোন DC10 উৎপাদন হয়নি।
বহুদেশে এটি ইতিহাস। বাংলাদেশ বিমানের এই বিমানটি শেষ বিমান। যদিও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এটি এখনও ব্যবহার করছে।
বহু অত্যাধুনিক প্রযুক্তির বিমান তৈরি করা হয়েছে। তবে এর কয়টি টানা চল্লিশ বছর ব্যবহৃত হয় তাই দেখার বিষয়। এদিক থেকে অবশ্যই DC10 এর কথা মানুষের মনে থাকবে।
সূত্রঃ DailyMail