দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সুমেরু মহাসাগরের ভাসমান বরফের চাঁই এর উপর দাঁড়িয়ে থাকা একটি একাকী মেরু ভাল্লুকের জীবনের একটি মুহুর্তের অত্যাশ্চর্য ফটোগ্রাফ সম্প্রতি বেশ বিখ্যাত হয়েছে। আসুন জেনে নিই অতি সুন্দর এবং বিখ্যাত সেই ফটোগ্রাফ সম্পর্কে।
ইতালিয়ান ফটোগ্রাফার মার্কো গাইয়োত্তো নৌকা করে বন্য প্রাণী সফরে ফটোগ্রাফটি ক্যামেরাবন্দী করেন। ছবিটির ব্যাকগ্রাউন্ডে ধরা পড়েছে কমলারঙের সূর্যাস্ত। একাকী মেরু ভাল্লুকটি খাবারের খোঁজে বরফের চাঁই এ আটকা পড়েছিলো। ফটোগ্রাফটি যতই শিল্পসম্মত হোক – ফটোগ্রাফের পেছনের বার্তাটি খুবই উদ্বেগজনক।
পৃথিবীর একেবারে উত্তর প্রান্তে অবস্থিত সুমেরু মহাসাগর মহাসাগরের প্রায় সারা বছরই বরফে আবৃত থাকে। সম্প্রতি বরফ গলতে থাকায় সেখানকার জীব বৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়েছে। খুব দ্রুত ঐ অঞ্চল বিশেষ করে নরওয়ের উত্তরাঞ্চলের বরফ অতি দ্রুত গলে যাচ্ছে সেটার প্রমাণ এই ফটোগ্রাফ।
মার্কোর বক্তব্য থেকে জানা যায় – ফটোগ্রাফটি ক্যামেরাবন্দী করার সময় সে নৌকার উপর অবস্থান করছিলেন। ঐ অঞ্চলের প্রাণীরা বেশ কৌতুহলী এবং তারা কোন জাহাজ দেখলে মনোযোগ আকর্ষণের চেষ্টা করে। বরফের চাই গুলো কয়েক ঘন্টা অনুসরণ করার পর ভাল্লুকটিকে মার্কো এবং তার সহযাত্রীরা দেখতে পান। প্রায় এক ঘন্টা ভাল্লুকটি ঐ জায়গাতে অবস্থান করে এবং পরবর্তীতে চলে যায়।
এটা জানা অসম্ভব যে ভাল্লুকটি আদতে কোথায় গিয়ে অবস্থান নিয়েছিলো। সচরাচর এই ধরনের ভাল্লুক দিনে প্রায় দশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এবং একইসাথে লাফিয়ে কিংবা সাতরিয়ে এক বরফ খন্ড থেকে আরেক বরফ খন্ডে পৌছাতে পারে।
তথ্যসূত্রঃ ডেইলিমেইল