দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে মিরপুর এলাকার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
জানা যায়, মিরপুরে সফটেক্স পোশাক কারখানা বন্ধ ঘোষণার পর শ্রমিকরা বেতনের দাবিতে সকাল থেকে বিক্ষোভ শরু হয়। যে কারণে সকাল ১১টার দিকে পুলিশ- শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
আজ শনিবার সকালে শ্রমিকরা ৩ মাসের বেতনের দাবিতে কারখানার সামনের রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ এসে শ্রমিকদের ধাওয়া দেয়। শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকলে সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশের ২টি সাঁজোয়া যান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পল্লবী-গুলিস্তান রুটে চলাচলকারী বিহঙ্গ, সিল্কসিটি পরিবহনের কয়েকটি গাড়ি ভাঙ্গচুর করলে ওই এলাকার প্রায় সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি কিছু স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, শুক্রবারও একই দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে। শ্রমিকরা দাবি করেছে, বিনা নোটিশে বেতন না দিয়ে মালিকপক্ষ কারখানা বন্ধ করে দেওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।