দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আকাশে উড্ডয়ন করার শখ কার না থাকে! তবে সবাই কি উড়তে পারে? তবে এমন যদি হয় আপনি আপনার খেলনার হেলিকপ্টারে করেই উড়ে বেড়াতে পারছেন। আজ আমরা জানবো কিভাবে খেলনার হেলিকপ্টারে করে শূন্যে উড়ে বেড়ানো যায়।
অনেকেই ভাবতে পারেন কিভাবে একজন মানুষ খেলনার হেলিকপ্টারের সাহায্যে উড়ে বেড়াতে পারবেন? আদৌ কি এটি সম্ভব? ছবির মহিলাকে দেখুন, তিনি দুটি ছোট খেলনার হেলিকপ্টারের সাহায্যে উড়ে বেড়াচ্ছেন আকাশে।
এতোদিন মানুষের ধারণা ছিলো খেলনার রিমোট কন্ট্রোল হেলিকপ্টার দিয়ে ভারী কিছু বহন করা সম্ভব নয়। তাছাড়া এসব হেলিকপ্টারে করে মানুষও আকাশে উড়তে পারবেনা। তবে সম্প্রতি ইউটিউবে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে বাস্তবিক পক্ষে খেলনার হেলিকপ্টারে করে আকাশে উড়ে বেড়ানো সম্ভব।
ছবিতে দেখতে পাওয়া এই নারী আকাশে উড়তে ব্যবহার করেছেন দুটি খেলনার হেলিকপ্টার। এসব হেলিকপ্টারে বিশেষ শক্ত রশি দিয়ে উপর থেকে আলাদা রিং ঝুলানো হয়েছে। এসব রিং ধরেই এই মহিলা আকাশে উড়তে সক্ষম হয়েছেন।
অনেকেই মনে করেন খেলনার হেলিকপ্টারে করে আকাশে উড্ডয়ন অসম্ভব কিংবা সম্ভব হলেও তা নিয়ন্ত্রণ করা অনেক ঝুঁকির কাজ। একটু অসাবধানতা ঘটাতে পারে ভয়ংকর বিপদ। তবে Heligraphix সেই অকল্পনীয় কাজ করে দেখিয়েছেন নিজের নিপুণ দক্ষতায়। প্রিয় পাঠক আপনারা কেউই পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া এভাবে আকাশে উড়ে বেড়ানোর চেষ্টা করবেন না।
ভিডিওতে দেখুন কিভাবে খেলনার হেলিকপ্টারে উড়ে বেড়ানো সম্ভব
তথ্যসূত্রঃ দি টেক জার্নাল