দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাবা সিংহের সাথে তার শাবকের দেখা হওয়াটা কিছুটা ভয়ের ছিল। কেননা ছয়মাস বয়সী বাচ্চাগুলো তাদের বাবাকে প্রথমবার দেখছে। যুক্তরাষ্ট্রের অরিগেন চিড়িয়াখানায় জাওয়াদি মাঙ্গু নামের বাবা সিংহের সাথে তার তিনটি শাবকের প্রথমবার দেখা হয়।
কামালি, জালিকা আর অ্যাঞ্জেলিয়া নামের তিনটি সিংহ শাবক মনে হয় চিন্তাই করে রেখেছিল দেখা হওয়া মাত্রই তারা বাবার সাথে খেলা করবে। কেননা বাবা সিংহের সাথে বাচ্চাগুলোর দেখা হওয়ার পর তারা তার সাথে ঝাপাঝাপি শুরু করে। প্রথমদিকে মাঙ্গু নামের সিংহটি কিছুটা বিরক্ত ছিল কিন্তু কিছুক্ষণ পরই সে তাদের সাথে মানিয়ে যায়। বিষয়টি খুব কাছ থেকে লক্ষ্য করেছেন চিড়িয়াখানার কিউরেটর লরা উইনার।
সিংহ নিয়ে আরো পড়ুনঃ একটি সিংহের মহিষ শিকারে যাওয়া অতঃপর নিজেই শিকারে পরিণত হওয়া!
তাদের মা নেকা বাচ্চা শাবকদের নিকটেই ছিল যদি কোন দুর্ঘটনা ঘটে যায় তার থেকে রক্ষা করার জন্য এবং তার বাচ্চাদের নিরাপত্তার জন্য সামান্য গর্জন করছিল। স্ত্রী সিংহের এই গর্জন থেকে পুরুষ সিনহটি সতর্ক হয়ে যায় যে বাচ্চাদের কোন ক্ষতি তার স্ত্রী মেনে নিবে না। কিউরেটর উইনার বলেন,”আমরা বিশ্বাসী ছিলাম যে বাবা সিংহটি তার শাবকদের মেনে নিবে কিন্তু সেটি কিভাবে ঘটে সেটিই দেখার বিষয় ছিল। প্রথমদিকে সে কিছুটা বিস্মিত ছিল, কিন্তু কিছু সময় পর তার স্ত্রীর তাগাদায় শাবকগুলোর কাছে যায় এবং তাদের আদর করে।
হতে পারে সিংহ বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী শিকারী। প্রথমবার দেখা হওয়া এই পুরুষ সিংহটি খুব দ্রুতই যত্নশীল পিতায় পরিণত হয়। বাবা সিংহের সাথে তার শাবকদের প্রথমবার দেখা হওয়ার হৃদয়ছোয়ানো মুহূর্তের ভিডিওটি দেখুন
http://youtu.be/lQL0zvwlOoU
তথ্যসূত্রঃ ডেইলিমেইল