The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

বাঁশ ও প্লাস্টিক বোতল দিয়ে তৈরি চমৎকার সবজি চাষের ঘর

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আসুন সবুজে বসবাস করি এই মতবাদকে সামনে রেখে ভিয়েতনামে সবুজায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। তারই ফলশ্রুতিতে ভিয়েতনামে শুরু হয়েছে প্লাস্টিক বোতল আর বাঁশ দিয়ে তৈরি সবজির বাগানঘর।


vegetable-nursery-house-1-1-2-international-architecture-vietnam1

সবজির এই বাগানঘরটি তৈরিতে ব্যবহৃত হয়েছে ২০০০ বোতল আর বিভিন্ন আকৃতির বাঁশ। গ্রিনহাউজের প্রক্রিয়া ছাড়াও এই ঘরটি বিশ্রামঘর হিসেবে ধানের মাঠের কৃষকরা ব্যবহার করতে পারবে। শিশুরা এর ভেতর বসে স্থানীয় বাস্তুসংস্থান সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। প্রজেক্টটি পরিচালনার জন্য ভিয়েতনামের সরকার এবং আয়ারল্যান্ডের একটি গ্রুপ যৌথ সহযোগিতা করছে। এটি নির্মাণে অব্যবহৃত প্লাস্টিক বোতলগুলো সংগ্রহে সহযোগিতা করেছে স্থানীয় এলাকাবাসী। এই বোতলের বহিরাবরণ সূর্যের আলো এবং তাপমাত্রা থেকে নার্সারি বেডটিকে রক্ষা করবে। বাগানঘরটির ছাদে অবস্থিত পানির খাড়িটি বৃষ্টির দিনে বাগানের সেচের ব্যবস্থা করবে। চাষের উপযোগী স্থানে বাগানঘরটিকে সরানো যাবে।

vegetable-nursery-house-1-1-2-international-architecture-vietnam-4

বাগানঘরটির নির্মাতা প্রতিষ্ঠান বলে, ‘এটি এমন একটি নির্মাণ যা আপনি গ্রামীণ জনগোষ্ঠী এবং শহুরে নিবাসী সকলের জন্য উপযোগীভাবে ব্যবহার করতে পারবেন। ঘরটির বিভিন্ন আকৃতির মডেল তৈরি করা যাবে পুনরায় ব্যবহার্য উপকরণের মাধ্যমে। যার ফলে এর ব্যবহার আরো ফলপ্রসূ হবে বলে আশা করা যায়।’

তথ্যসূত্রঃ ইনহেভিটেট

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali