দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ টি-২০ বিশ্বকাপের লড়াই শুরু। আজ প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে লড়বে টাইগাররা। তবে আজ বাংলাদেশের খেলোয়াড়দের জন্য এক অস্তিত্বের প্রশ্ন। স্বাগতিক দেশ হিসেবে তাই এক কঠিন লড়াইয়ে অবতীর্ণ হবে মুশফিকুর রহিমের দল।
স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তানের খেলার মধ্যদিয়ে বেলা সাড়ে তিনটায় মিরপুর ২নং শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে এই লড়াই। অপরদিকে আজ চট্টগ্রামে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। নেপাল ও হংকং-এর খেলা হবে সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের জহুর আমমেদ স্টেডিয়ামে।
টি-২০ বিশ্বকাপ উপলক্ষে ইতিমধ্যেই দেশ-বিদেশের নামকরা সঙ্গীতজ্ঞদের নিয়ে এক ‘সেলিব্রেশন কনসার্ট’ হয়ে গেছে। টি-২০ টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বিশ্বের প্রায় সব ক্রিকেট দল বাংলাদেশে পৌঁছে গেছে। আবার যারা এখনও উপস্থিত হয়নি তারাও দু’একদিনের মধ্যে পৌঁছাবেন। অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের ভেতর দিয়ে মাঠের উত্তেজনাও শুরু হয়েছে আগেই। আজ থেকে শুরু হবে মূল প্রতিযোগিতা। শেয়ানে শেয়ানে ‘বিশ্বকাপ’ লড়াই।
টুর্নামেন্টটি দেখবে প্রায় ১৮০ কোটি মানুষ
আশা করা হচ্ছে, বিশ্বজুড়ে এবার প্রায় ১৮০ কোটি মানুষ এই টুর্নামেন্টটি দেখবে। ক্রিকেটের ইতিহাসে আর কোনো টুর্নামেন্টে এতো দর্শক সম্পৃক্ত করা হয়নি বলে ধারণা করছেন আয়োজকরা।
আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, ২৯টি চ্যানেলের মাধ্যমে বিশ্বের ২২৩টি দেশের মানুষের কাছে পৌঁছে যাবে টি-২০ বিশ্বকাপ খেলা। জানা গেছে, এই খেলাগুলো টেলিভিশন ও রেডিওতে অন্তত ২০টি ভিন্ন ভিন্ন ভাষায় সম্প্রচারিত হবে। এছাড়াও অজস্র পরিমাণে অনলাইন সম্প্রচারও থাকছে টি-২০ বিশ্বকাপের।
বাংলাদেশের দর্শকদেরও এক অসাধারণ এবং অভূতপূর্ব অভিজ্ঞতা হবে এবারে টি-২০ বিশ্বকাপের। এতো উঁচু মানের সর্ববৃহৎ আয়োজনের সম্প্রচার ইতিপূর্বে বাংলাদেশ থেকে কখনো হয়নি। প্রতিটি ম্যাচের খেলা সম্প্রচার করা হবে ২৮টি ক্যামেরার মাধ্যমে। প্রচলিত স্ট্যাম্প ক্যাম, আলট্রামোশন ক্যাম এমনকি এবারই প্রথম বারের মতো বাংলাদেশের ‘আকাশে’ দেখা যাবে স্পাইডার-ক্যামের। ইতিমধ্যেই এই খেলা সম্প্রচারে কণ্ঠ দিতে বিশ্বের নামকরা অনেক তারকা ধারাভাষ্যকার ইতিমধ্যে বাংলাদেশে উপস্থিত হয়েছে। তাই সব দিক থেকেই এবারের টি-২০ বিশ্বকাপ এক ব্যতিক্রমি আয়োজনের তালিকায় আসছে।
ক্রিকেটপ্রেমী দর্শকরা উপভোগ করবেন এসব আধুনিক সব আয়োজনের বদৌলতে খেলোয়াড়দের চমৎকার সব পারফরমেন্স। অবিভূত হবে বাংলাদেশের সফল আয়োজন দেখে।
এখন শুধু দেশের খেলোয়াড়দের দিকে তাকিয়ে আছেন এদেশের লক্ষ-কোটি দর্শক শ্রোতা। টি-২০ বিশ্বকাপে মুশফিকুর রহিমের দল দেশের মুখ উজ্জ্বল করবেন এটাই সবার প্রত্যাশা।