দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ চট্টগ্রামে সেপটিক ট্যাংক থেকে ২ বন্ধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত দুই দিন ধরে এই দুই বন্ধু নিখোঁজ ছিল।
জানা গেছে, মহানগরীর ষোলশহর এলাকার দুই বন্ধু একই সঙ্গে দুদিন ধরে নিখোঁজ ছিল। আজ সেই নিখোঁজ দুই বন্ধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৮টার দিকে ষোলশহর ২ নম্বর গেট এলাকার নির্মণাধীন একটি বাড়ীর সেপটিক ট্যাংক থেকে দুই বন্ধুর লাশ উদ্ধার করা হয়।
এখনও হত্যাকাণ্ডের কোন কারণ এখনও জানা যায়নি। কে বা কারা এদের মেরে সেপটিক ট্যাংকে ফেলে রেখেছিল। এ বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানানো হয়েছে।