The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীর জলে কাজ করতে সক্ষম কাঁকড়া রোবট!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ কোরিয়ান বিজ্ঞানীরা আবিষ্কার করলেন এমন এক কাঁকড়া রোবট যা কিনা গভীর জলে ডুব দিয়ে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে অনুসন্ধান এবং আবিষ্কারের কাজ করবে। পৃথিবীতে এমন রোবট এটিই প্রথম।


Crabster

Crabster CR200 নামের রোবটটির ওজন ১হাজার ৪’শ পাউন্ড, এটি পৃথিবীর সবচেয়ে বেশি ওজনের গভির জলের রোবট। রোবটটি পানির নিচে হেটে বেড়াতে সক্ষম। এর কাঁকড়ার আদলে ৬টি বিশেষ পা রয়েছে। সম্পূর্ণ রোবটের আকার অনেকেটা এক তলা বাড়ির সমান। তবে পানির উপরে একে দেখতে অনেকটা গাড়ির মত দেখায়।

গবেষকরা বলছেন, একে দিয়ে পানির নিচে অতি গভীরে যেয়ে বিভিন্ন আন্ত-মহাদেশীয় গবেষণা, সাগরের নিচে ঢুবে থাকা ঐতিহাসিক জাহাজ এবং সামুদ্রিক রত্ন ভান্ডারের অনুসন্ধান করার কাজে সাহায্য নেয়া যাবে। কোরিয়ার ইনিস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলোজি এর বিজ্ঞানীরা এই কাঁকড়া রোবট তৈরি করেন। গত বছর এই রোবট প্রথম পানির নিচে গেলেও, এ বছর একে নিয়ে যাওয়া হবে পানির সর্বোচ্চ প্রায় ৬৫৬ ফুট গভীরে।

Crab_4

এতে সংযুক্ত করা হয়েছে বিশেষ হাইডেফিনেশান ক্যামেরা, যা দিয়ে গভীর জলে ছবি তোলা যাবে। তাৎক্ষণিক এসব ছবি চলে আসবে পানির উপরে থাকা কন্ট্রোল প্যানেলে। এছাড়া এতে করে মানুষ যেতে পারবে পানির গভীরে, এর ক্যামেরা এবং উইন্ড শিল্ড দিয়ে দেখতে পাবেন পানির গভীরে থাকা নানান বিচিত্র বস্তু।

এতে রয়েছে উচ্চ ক্ষমতার বাতি যা দিয়ে পানির সর্বোচ্চ গভীরে আশেপাশের সকল বস্তু দিনের আলোর মত পরিস্কার দেখা যাবে। এর বিশাল বিশাল ৬টি পা দিয়ে এটি পানির নিচে ভারসাম্য রক্ষা করা সহ, হেটে বেড়াতে সক্ষম হবে। তাছাড়া এর বিশাল ৬পা দিয়ে এটি বিভিন্ন ওজনের বস্তু কামড়ে ধরে উপরে তুলে আনতে পারবে।

ভিডিও

 

সূত্রঃ পপসি

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali