দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বুধবার আমেরিকার টেক্সাসে অবস্থিত Houston এ একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগে সম্পূর্ণ ভবন ধ্বসে পড়েছে। যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
হোস্টন প্রশাসন জানিয়েছে খুব সাধারণ একটি আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ভবনের চার দিকে ছড়িয়ে যায়। এতে সম্পূর্ণ কমপ্লেক্সে আগুন ছড়িয়ে গিয়ে ভয়াবহ রূপ নিলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের ব্যপ্তি এতোই বেশি ছিলো যে হোস্টনের আধুনিক অগ্নি নির্বাপণ ইউনিট শুধু ঐ কম্পাউন্ডের ভেতরে আগুনকে সীমাবদ্ধ রেখে কেবল চেয়ে চেয়ে দেখেছেন কবে ভবনটি সম্পূর্ণ পুড়ে গিয়ে নিজে থেকে নিভে যায়।
হোস্টন অগ্নি নির্বাপণ সূত্রে জানা গেছে আগুনে লেভেল ছিলো পঞ্চম মাত্রার, যা সাধারণত নিয়ন্ত্রণের অসাধ্য বলেই ধরে নেয়া যায়। 4 1/2-acre Axis Apartments এপার্টমেন্টটিতে প্রথম আগুনের সূত্রপাত হয় এর নিচ তলা থেকে। সকল নির্মাণ শ্রমিককে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগুন লাগার ফলে কেউ নিহত বা আহত না হলেও কেবল একজন শ্রমিককে ফায়ার সার্ভিস বিভাগ উদ্ধার করেছে ভবনের জানালায় ঝুলন্ত অবস্থা থেকে।
এদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, “আগুন লাগে ঠিক দুপুর ১২ টার দিকে, যা দ্রুত ছড়িয়ে যায় সম্পূর্ণ ভবনের এদিক সেদিক। এতে তাৎক্ষণিক স্থানীয় কিংবা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের কিছুই করণীয় ছিলোনা। কারণ আগুনটি অত্যন্ত ভয়াবহ পর্যায়ের ছিল।”
আগুনের কারণ ঠিক কি তা এখনো তদন্ত করে দেখা হচ্ছে তবে, আগুনের এই দ্রুত প্রসারণ এর কারণ হিসেবে বাতাস খুব বেশি থাকাকে ধরে নেয়া হচ্ছে।
ভিডিও’তে দেখুনঃ
This post was last modified on মার্চ ২৭, ২০১৪ 10:40 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…