The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

সবচেয়ে পাতলা এবং শক্তিশালী গেমিং নোটবুক আনছে MSI

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ গেমার দের জন্য যদিও ডেক্সটপ সবচেয়ে আদর্শ, তবে এবার বিখ্যাত ল্যাপটপ প্রস্তুতকারী সংস্থা MSI ঘোষণা দিলো দুটি হাইডেফিনেশান নোটবুক বাজারে আনার। এসব নোটবুকে ব্যবহার করা হয়েছে শক্তশালী GeForce 800 মডেলের জিপিইউ!


msi_ghost_stealth-13

MSI ঘোষণা দিয়েছে GS70 Stealth এবং GS60 Ghost নামের দুটি আধুনিক পাতলা অথচ অত্যন্ত শক্তিশালী নোটবুকের! এই দুই মডেলের নোটবুকে ব্যবহারকারীরা নিশ্চিন্তে খেলতে পারবেন আধুনিক হাইডেফিনেশান সব গেমস। MSI এর ঘোষণা অনুযায়ী এসব নোটবুকে দেয়া হয়েছে শক্তিশালী প্রসেসর এবং শক্তিশালী র‍্যাম। তবে দুই মডেলের বিভিন্ন কনফিগারেশানের নোটবুক সমূহ কিনতে আপনাকে খরচ করতে হবে বিপুল অর্থ।

GS70 মডেলের নোটবুকটিতে দেয়া হয়েছে NVIDIA GeForce GTX 870M জিপিইউ, সাথে থাকছে ৩ গিগা বাইট গ্রাফিক মেমরি। বিশ্লেষকদের মতে এই পরিমাণ কনফিগারেশান দিয়ে অবশ্যই আপনি সহজ এবং নিশ্চিন্তে বর্তমান বাজারে থাকে আধুনিক এবং শক্তিশালী সব গেমস চালাতে পারবেন। এছাড়া সাধারণ ল্যাপটপের তুলনায় এই মডেলের নোটবুক নিঃসন্দেহে পাওয়ার হাউজ হিসেবে বিবেচিত। সব চেয়ে মজার বিষয় হচ্ছে ১৭ ইঞ্চি ডিসপ্লের এই নোটবুকে দেয়া হয়েছে ১৬ গিগাবাইট DDR3L RAM! এর প্রসেসর হেন্ডেল করবে ইন্টেল কোর i7-4700H, এতে রয়েছে ১৭.৩ ইঞ্চি 1920 x 1080 রিজোলেশানের এন্টি রিফ্লেক্টিং কটিং করা ডিসপ্লে!

অন্য মডেল GS60 Ghost তে রয়েছে কিছুটা ছোট ডিসপ্লে যার পরিমাপ হচ্ছে ১৫.৬ ইঞ্চি, একই সাথে এর জিপিইউও কিছুটা কম NVIDIA GeForce GTX 860M, গ্রাফিক্স মেমরি ২গিগাবাইটস, ইন্টেল কোর i7-4700HQ প্রসেসর, ১২ গিগাবাইটস র‍্যাম এবং 750 গিগাবাইটস হার্ডড্রাইভ। এক্ষেত্রে আপনি চাইলে র‍্যাম এবং হার্ডড্রাইভ বাড়িয়ে নিতে পারবেন।

এদিকে উচ্চ ক্ষমতার এসব নোটবুকের দামের ক্ষেত্রেও ব্যবহারকারীদের দিতে হবে উচ্চ মূল্য। বাংলাদেশি টাকায় একটি GS60 Ghost কিনতে হলে আপনাকে দিতে হবে ১ লক্ষ ৩১ হাজার টাকা এবং GS70 Stealth কিনতে খরচ করতে হবে ১ লাখ ৪৭ হাজার টাকা

সূত্রঃ Gizmag

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali