দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার প্রাণী এবং প্রাকৃতিক বৈচিত্র্য পৃথিবীর অন্য সকল এলাকা থেকে অনেক বেশি প্রাণীদের জন্য বন্ধুত্বপূর্ণ। বিভিন্ন সময় অস্ট্রেলিয়ার বন থেকে লোকালয়ে বন্য প্রাণীরা চলে আসে মানুষের ক্ষতিও করে থাকে, আজ আমাদের প্রতিবেদনে তেমন কিছু দৃশ্য উঠে আসবে।
১)
উপরের ছবিতে আপনি দেখতে পাচ্ছেন একটি বাদুড়কে অজগর খাবার বানিয়ে নিয়েছে।
২)
বিশাল আকারের একটি কুমির ধরা পড়েছে ন্যাশনাল জিওগ্রাফিক বিশেষজ্ঞদের হাতে।
৩)
অস্ট্রেলিয়ার এক বাসিন্দার বাথরুমে কমডে পাওয়া গেছে বিষাক্ত এক সাপ!
৪)
সুপার স্টোরও সাপের উৎপাত থেকে রেহাই পায়না! বিশাল এক অজগর সাপ ঢুকে পড়েছে স্থানীয় কাপড়ের দোকানে।
৫)
অসংখ্য মাছির আক্রমণের শিকার এক ব্যক্তি।
৬)
জেলিফিশ দেখতে জেলির মতো হলেও এর সংস্পর্শে যাওয়া কতোটা ভয়ংকর হতে পারে দেখুন একবার!
৭)
সাপ যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই নিজের আস্তানা গড়ে তুলেছে, দক্ষিণ অস্ট্রেলিয়ার গলফ কোর্সে সাপের উৎপাত।
৮)
সব যায়গায় সাপের আক্রমণের পরে এবার উপরের ছবিতে দেখতে পাচ্ছেন বিমানের ডানার ফাঁকে একটি অজগর সাপ ঝুলছে। উল্লেখ্য অস্ট্রেলিয়ান এয়ার লাইন্সের এই বিমানটি এই ঘটনার পরে জরুরী অবতরণ করে।
৯)
কেঁচো যে কতো বিশাল হতে পারে তা নিজের চোখেই দেখে নিন।
১০)
আপনি মাঝে মাঝে অস্ট্রেলিয়ার রাস্তায় সাপের পাশাপাশি কুমিরের মুখোমুখি হয়ে যেতে পারেন।
১১)
ভালো ভাবে খেয়াল করুন ছবিটি, কি দেখতে পাচ্ছেন? হ্যা ছবিতে একটি বিশাল পাইথন নিচে থেকে কামড়িয়ে একটি হরিণকে টেনে তুলছে!
১২)
একটা অজগর একটা মনিটর টিকটিকিকে গিলে খাচ্ছে!
১৩)
উপরের ছবিতে, অসাধারণ সুন্দর একটি ক্লিকে উঠে এসেছে বকের মাছ শিকার।
সূত্রঃ Buzzfeed