The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

পায়রা নদীতে অর্ধগলিত বিশাল তিমি!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বরগুনার পায়রা নদীতে গতকাল রবিবার ভেসে এসেছে এক বিশাল অর্ধগলিত তিমি। অত্র এলাকায় এই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


Pigeon River huge whale

হঠাৎ করেই নদীতে ভেসে আসে অর্ধগলিত এই তিমিটি। এলাকায় এই খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ ভীড় জমান এই তিমিটি এক নজর দেখার জন্য।

বঙ্গোপসাগরের মোহনা দিয়ে জোয়ারের সময় পায়রা নদীতে প্রবেশ করে এই বিশাল তিমিটি। জেলেরা তেতুলবাড়ীয়া নামক স্থানে ট্রলারে গিয়ে মাছটিকে কিনারে নিয়ে আসে। এই তিমির লেজ ও মাথার কিছু অংশ গলে খসে গেছে।

এই তিমিটির দৈর্ঘ্য প্রায় ৬০ ফুট এবং প্রসত্ম ৩০ ফুট। তিমিটির জিব্‌হার দৈর্ঘ্য ৯ফুট।

Loading...