দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৬ বছর পার হয়ে গেছে প্রিন্সেস ডায়ানার মৃত্যুর। কিন্তু এখনও পিছু ছাড়েনি বিশ্ব মিডিয়া। হালে নতুন এক খবর এসেছে হলিউড তারকা হওয়ার ইচ্ছা ছিল ডায়ানার!
হলিউডের তারকা হওয়ার স্বপ্ন অনেকেরই থাকতে পারে এটি অস্বাভাবিক কিছু নয় কিন্তু যদি মৃত্যুর এতো বছর অতিক্রান্ত হওয়ার পর এমন স্বপ্নের কথা আসে তাহলে কিছুটা আশ্চর্য হওয়ার বিষয় তো বটেই।
সংবাদ মাধ্যমেে এসেছে, প্রিন্সেস ডায়ানা স্বপ্ন দেখেছিলেন হলিউডের তারকা হওয়ার। আর এই স্বপ্ন পূরণের জন্য প্রেমিক ও চলচ্চিত্র প্রযোজক ডায়ানার বডিগার্ড দোদি আল ফায়েদের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনাও নাকি করেছিলেন প্রিন্সেস ডায়ানা কিন্তু দু:খের বিষয় তার আগেই তার মৃত্যু ঘটে। ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন প্রিন্সেস ডায়ানা ও দোদি।
সম্প্রতি ডায়ানার তারকা হ্ওয়া সম্পর্কে চমকপ্রদ ও চাঞ্চল্যকর এমন তথ্য দিয়েছেন নির্মাতা ও প্রযোজক, ‘রবিনহুড’খ্যাত অস্কারবিজয়ী হলিউডের অভিনেতা কেভিন কস্টনার।
তিনি বলেছেন, ১৯৯২ সালে মুক্তি পেয়েছিল কেভিন কস্টনার ও প্রয়াত হুইটনি হিউস্টন এর ব্যবসা সফল সিনেমা ‘দ্য বডিগার্ড’। সিনেমাটির সিক্যুয়েলে ডায়ানার সঙ্গে জুটি করে অভিনয় করার কথা ছিল বলে জানিয়েছেন কেভিন কস্টনার।
এ প্রসঙ্গে কেভিনের বলেছেন, ‘ডায়ানার সঙ্গে অভিনয় করার সে সময় দারুণ সুযোগ এসেছিল। ‘দ্য বডিগার্ড’ সিনেমাটিতে আমার বিপরীতে অভিনয় করতে রাজি হয়েছিলেন প্রিন্সেস ডায়ানা। অভিনয়ের জন্য আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তিনি মনেপ্রাণে অভিনয় করতে চেয়েছিলেন। এটি হয়তো অবিশ্বাস্য মনে হলেও, আমি যা বলছি তা পুরোপুরি সত্যি’। এই খবর সম্প্রতি দিয়েছে যুক্তরাজ্যের ‘দ্য ডেইলি স্টার’।’