দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার রপ্তানির তালিকায় এসেছে যুদ্ধজাহাজ। বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে এসব জাহাজ তৈরি করে তা বিদেশে রপ্তানি করা হবে বলে জানা গেছে।
জানা যায়, যে সব যুদ্ধজাহাজ তৈরি হবে সেসব তালিকায় অত্যাধুনিক পেট্রল ক্রাফটও রয়েছে । মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ইতিমধ্যেই সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানো হয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে কাতার, কুয়েতে ও বাহরাইন। আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এসব দেশগুলোকে দেয়া প্রস্তাবনায় যুদ্ধজাহাজ তৈরির সক্ষমতার বিষয়টি তুলে ধরা হয়েছে।
প্রস্তাবনার পাশাপাশি নিজেদের তৈরি জাহাজের নমুনাও পাঠানো হয়েছে। অত্যাধুনিক এসব যুদ্ধজাহাজ খুলনা শিপইয়ার্ড থেকে নির্মাণ করা হবে। যুদ্ধ জাহাজ রফতানির পাশাপাশি বাংলাদেশে অস্ত্রের আমদানি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগ নেয়া হচ্ছে, দেশেই উন্নতমানের অস্ত্র ও গোলাবারুদ তৈরির জন্য। ইতিমধ্যে রাইফেল, আর্টিলারি শেল, ক্ষুদ্রাস্ত্র কার্তুজ, গ্রেনেড, লাইট মেশিনগান, সিগন্যাল পিস্তল তৈরিতেও যথেষ্ট সাফল্য এসেছে বাংলাদেশের। এসব অস্ত্র ও গোলাবারুদ পূর্বে সম্পূর্ণ আমদানির উপর নির্ভর করতো বাংলাদেশ। এখন সময় পাল্টেছে। চাহিদা অনুযায়ী এসব অস্ত্রের নির্মাণও ক্ষেত্রবিশেষে দ্বিগুণ করা হচ্ছে। এতে করে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা সাশ্রয় হচ্ছে। বিদেশ থেকে অস্ত্র আমদানিতে নানা রকম সমস্যায় পড়তে হয়। আন্তর্জাতিক মহলের প্রতিবন্ধকতার পাশাপাশি উচ্চহারে সুদ দেওয়া এবং নানা শর্তের মুখোমুখি হতে হয় অস্ত্র আমদানির ক্ষেত্রে।
This post was last modified on এপ্রিল ৬, ২০১৪ 11:24 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক সময় অজান্তেই ঘটে যাওয়া কিছু ভুলে এমন সমস্যাও দেখা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বছরের দ্বিতীয় দিন অর্থাৎ ২ জানুয়ারী ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে মুক্তি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে ওষুধ কিনে খেলে লাভের চেয়ে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), দেশের আইটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে যে, অবশেষে গাজায় চলমান সহিংসতা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৮ ডিসেম্বর কর্নাটকের সক্লেশপুরের হাদিগে গ্রামে…