দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিশ্ব মনে রাখবে অনেক দিন। রাশিয়ার এক বনের গহিনে সেই সময়ের ব্যবহৃত অস্ত্র, হেলমেট গাছের সাথে আটকে থাকতে দেখা গেছে।
সোভিয়েত সেনাবাহিনীর ইতিহাস উতঘাটক এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পুনরায় সম্পাদনকারী ব্যক্তি আলেকজেন্ডার অস্তাপেঙ্কো সম্প্রতি রাশিয়ার নেভস্কি পাইতাছক হিসেবে পরিচিত নেভা ব্রিডজেহেড থেকে কিছু ছবি তুলেছেন। ১৯৪১ সালের সেপ্টেম্বর থেকে ১৯৪৩ সালের মে পর্যন্ত লেনিনগ্রাদ অধিগ্রহণের জন্য এই এলাকায় ভয়াবহ সামরিক তৎপরতা চলেছিল। তার প্রমাণ উঠে এসেছে অস্তাপেঙ্কোর ছবিতে।
কিছু ছবিতে দেখা যায় সোভিয়েত আর্মির হেলমেটের মধ্য দিয়ে সরু গাছ উঠে গেছে। আকার এবং অবস্থা দেখে ধারণা করা হচ্ছে এগুলো রেড আর্মির। প্রত্যেকটি হেলমেট ক্ষতিগ্রস্থ অবস্থায় পাওয়া গেছে। এগুলোর মালিকের কি পরনতি হয়েছে তা আন্দাজ করতে অসুবিধা হয় না।
এছাড়া গাছের মধ্যে আটকে রয়েছে গ্রেনেড, রাইফেল, বন্দুক, কামান, বেলচা প্রভৃতি। এগুলো গাছের ভেতর গেঁথে ছিল নতুবা লেগে ছিল। সময়ের সাথে সাথে গাছ বড় হওয়ায় এগুলো গাছের মধ্যে আটকে যায়।
রেড আর্মি সেই সময় জার্মানদের সাথে যুদ্ধে ২৬০,০০০ সৈনিক হারিয়েছিল। ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সময়ে সোভিয়েত ইউনিয়নের সামরিক বেসামরিক দুই কোটি মানুষ মারা যায়। তারমধ্যে এক কোটি চল্লিশ লাখ সামরিক বাহিনীর সৈন্য এবং অফিসার ছিল।
অস্তাপেঙ্কোর ছবিতে এটিই প্রতীয়মান যে, মানুষের নৃশংসতাকে প্রকৃতি আবদ্ধ করে ফেলেছে। মানুষ নয়, প্রকৃতিই শেষ পর্যন্ত জয়ী।
সূত্রঃ Dailymail