দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেন্ট মার্টিনে ২ ছাত্রের মৃত্যুর পর নিখোঁজ ৪ ছাত্রের সন্ধ্যান এখনও মেলেনি। অপরদিকে উদ্ধারকৃত ৩ ছাত্রের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
কক্সবাজারের সেন্টমার্টিনে সমুদ্র থেকে উদ্ধার হকরা ৫ জনের মধ্যে দুই জন মারা গেছে। তাৎক্ষণিক মারা যায়। অপর ৩ জনের অবস্থাও গুরুতর বলে জানানো হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়া হয়।
উদ্ধার হওয়া আহত তিন জনকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুপুর ২টার দিকে সেন্টমার্টিনের পূর্ব-দক্ষিণ সমুদ্রের মোহনা থেকে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ৪ জন ছাত্র। এরা সবাই আহসান উলস্নাহ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের শিক্ষার্থী। তাদের নামপরিচয় এখনও জানা যায়নি।
উল্লেখ্য, সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে এসে আহসান উলস্নাহ বিশ্ববিদ্যালয়ের ৩৪ জনের একটি দল সমুদ্রে গোসল করতে নামলে স্রোতের টানে তাদের কয়েকজনকে ভেসে যেতে দেখে চিল্লাচিল্লি শুনে স্থানীয় লোকজন এবং কোস্টগার্ড সদস্যরা ৫ জনকে উদ্ধার করতে সমর্থ হয়। বাকিদের এখনও কোন খোঁজ মেলেনি।