The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

সেন্টমার্টিন দ্বীপে নিখোঁজ ৪ ছাত্রের সন্ধান এখনও মেলেনি

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সেন্টমার্টিন দ্বীপে গোসল করতে গিয়ে নিখোঁজ ৪ ছাত্রের সন্ধান এখনও মেলেনি। গত দুদিন ধরেই চলছে উদ্ধার অভিযান। নৌবাহিনীর বিশেষ একটি টিমও এই উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।


Saint_Martin

ঢাকার আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪ ছাত্রের সন্ধানে তল্লাশি চললেও ২৪ ঘণ্টায়ও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। সেন্টমার্টিন দ্বীপে গোসলে নেমে তারা সাগরে নিখোঁজ হয়।

students

বাংলা নববর্ষ উদযাপনে বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্ররা কক্সবাজার গিয়েছিলেন। গত সোমবার দুপুরের দিকে সাগরে নামার পর প্রবল স্রোতের কারণে ৯ জন ছাত্র ভেসে যায়। এরমধ্যে ৫ জনকে উদ্ধার করা হলে তাদের মধ্যে দুজন হাসপাতালে মারা যায়। ভেসে যাওয়া ৪ ছাত্রকে উদ্ধারে নৌবাহিনীর নেতৃত্বে কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...