দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিএনপি নেতা সালাহ উদ্দিন ‘আটক’ হয়েছে বলে খবর বের হওয়ার পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী স্বীকার করেনি। অর্থাৎ এখনও নির্খোঁজ রয়েছেন তিনি।
বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদ ‘আটক’ হয়েছে বলে তার পরিবার দাবি করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটকের কথা স্বীকার করেনি। সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ বলেছেন, ‘মঙ্গলবার রাতে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার স্বামীকে তুলে নিয়ে গেছে।’
হাসিনা আহমেদ বলেন, রাতে উত্তরার এক বাসা হতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকের লোকজন সালাহ উদ্দিনকে ধরে নিয়ে যায়। তাকে কোথায় নেওয়া হয়েছে, আমরা এখনও জানতে পারিনি।
তবে সালাহ উদ্দিনকে আটকের কথা আইনশৃঙ্খলা বাহিনী স্বীকার করেনি। এই বিষয়ে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেছেন, ‘বিএনপির এই নেতাকে গ্রেফতারের বিষয় তার জানা নেই।’
উল্লেখ্য, বিএনপি নেতা সালাহ উদ্দিন লাগাতার অবরোধ-হরতাল শুরু পর অজ্ঞাত স্থান হতে ২০ দলীয় জোটের পক্ষে অবরোধ-হরতালসহ দলের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে আসছেন।