দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ল্যান্ড রোভারের নতুন গাড়ি ডিসকভারি অবমুক্ত করা হল। অনেকগুলো অসাধারণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এতে। বিস্ময়ের বিষয়, এটি স্মার্টফোনের সাহায্যে চালানো যাবে।
এই নতুন ভার্সনে ব্যবহার করা হয়েছে ডিসকভারি ভিসন কনসেপ্ট। এতে কতগুলো প্রযুক্তিগত বিরাট সাফল্য অর্জিত হয়েছে। যা গাড়ীটিকে এনে দিয়েছে দারুণ উৎকর্ষ। চলুন জেনে নিই নতুন কি কি পাওয়া যাবে ল্যান্ড রোভারের ডিসকভারিতে।
* স্মার্টফোনের সাহায্যে ড্রাইভ করা যাবে। অবশ্য তা হবে খুব ধীর গতি। খুব খারাপ রাস্তার ক্ষেত্রে ঝাঁকুনি এড়াতে গাড়ী থেকে নেমে ফোনের সাহায্যে চালানো যাবে।
* এতে রয়েছে স্বচ্ছ বনেট প্রযুক্তি। এই অসাধারণ প্রযুক্তির সাহায্যে চালক গাড়ির বনেট ভেদ করে নিচের রাস্তা দেখতে পাবে। চাকার অবস্থানও দেখা যাবে। কিভাবে? গাড়ীর নিচে ক্যামেরা থাকবে। এছাড়া ফগলাইটে ইনফ্রারেড সেন্সর থাকবে যা সামনের রাস্তা স্ক্যান করবে। এই তথ্যগুলো ওয়াইন্ডস্ক্রিনে এমনভাবে দেখাবে, দেখে মনে হবে বনেট ভেদ করে রাস্তা দেখা যাচ্ছে।
* এতে থাকবে প্যানারমিক সানরুফ। যাতে বিভিন্ন থিম দেওয়া যাবে। যেমন তারা ভরা আকাশ দেখতে চাইলে থিম চালু করে দিলেই তা দেখা যাবে।
* এর হেডলাইটে লেসার ডায়োড এবং লেড এমন ভাবে ব্যবহার করা হয়েছে যা অন্যদিক থেকে আসন্ন গাড়ীর উপস্থিতি বুঝে স্বয়ংক্রিয়ভাবে আলো কমিয়ে দেয় যেন অন্য গাড়ীর চালকের চোখে ঝলসানো আলো না পড়ে।
ল্যান্ড রোভারের এই নতুন ডিসকভারির উদ্বোধন হয় নিউ ইয়র্ক মোটর শো’তে। ধারণা করা হচ্ছে ২০১৫ সাল থেকে এটি বাজারে ছাড়া হবে।
স্বচ্ছ বনেট প্রযুক্তির ভিডিও দেখুন
http://youtu.be/L7j1daOk72c
সূত্রঃ Telegraph