দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রাচীনকাল থেকে ছাগল একটি গৃহপালিত পশু। দুধ, মাংস, লোম এবং চামড়ার জন্য ছাগল পালন করা হয়ে থাকে। এই প্রাণীগুলো উৎসুক এবং বুদ্ধিমান। নতুন এক গবেষণা থেকে দেখা গেছে, ছাগলের রয়েছে সমস্যা সমাধানে চমৎকার দক্ষতা এবং দীর্ঘমেয়াদী স্মৃতি। এরা অনেক কঠিন কাজ শিখে করতে পারে।
লন্ডনের কুইন মেরী বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞান ইন্সটিটিউটের একদল গবেষক ছাগলের বুদ্ধিমত্তা এবং স্মৃতিশক্তি নিয়ে গবেষণা শুরু করেন। এইজন্য তারা ১২টি ভিন্ন ভিন্ন বয়সের ছাগল সংগ্রহ করেন। বুদ্ধিমত্তা পরীক্ষার জন্য তারা ছাগলগুলোকে মুখ দিয়ে একটি লিভারের সাহায্যে বাক্স থেকে খাদ্য সংগ্রহের প্রক্রিয়া শেখানোর চেষ্টা করেন। স্মৃতিশক্তি পরীক্ষার জন্য তারা এই কাজটি প্রথমবার একমাস পর এবং পরেরবার দশমাস পর পুনরাবৃত্তি করেন। পরীক্ষাকালীন সময়ের পর তারা দেখেন, ১২টি মধ্যে ৯টি ঠিকভাবে কাজটি করতে পারছে।
এই পরীক্ষার সহকারী গবেষক ডঃ অ্যালান ম্যাক-ইলিগট তাদের পরিক্ষালব্দ ফলাফল নিয়ে খুবই খুশি। তার মতে, ছাগল বুদ্ধিমান প্রাণী নয়, এই ধারণাটি ভুল। এদের রয়েছে জটিল ও কঠিন কাজ করার ক্ষমতা এবং এগুলো সে দীর্ঘদিন মনেও রাখতে পারে।
প্রধান গবেষক ডঃ এলোডি ব্রিফারের মতে, দশ মাসে তাদের কাজ শেখা দ্রুততার পাশাপাশি দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তিকেই নির্দেশ করে। আরেকটি মজার ব্যাপার হল, যেসব ছাগলকে প্রশিক্ষণ দেয়া হয়নি তারাও অন্যদের প্রশিক্ষণ দেখে দেখে একই দ্রুততায় কাজটি শিখে ফেলেছে।
গবেষণায় ছাগলের সাফল্য দেখুন এখানে…
আমাদের দেশে ছাগলকে নির্বোধ প্রাণী মনে করে এই বেচারাকে গালিগালাজের কাজে ব্যবহার করা হয়। কেও বোকামি করলে তাকে বলা হয় ‘ছাগল’। কিন্তু এই গবেষণা লব্দ ফলাফলের পর তাদেরকে অন্যকোন প্রাণীর নাম খুঁজতে হবে।
সূত্রঃ thetechjournal