দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রেজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে রাতে উদ্ধার করা হয়। এই মুহূর্তে তাঁকে নারায়নগঞ্জ আদালতে হাজির করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আদালত তাঁর জবানবন্দি গ্রহণ করবে। সে জন্য তাঁকে ঢাকা থেকে নারায়নগঞ্জ নেওয়া হচ্ছে। সকাল সোয়া ১০টায় তাঁকে পুলিশের বিশেষ প্রহরায় তাঁকে নারায়নগঞ্জ আদালতের উদ্দেশ্যে রওনা করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রেজওয়ানা হাসানের স্বামী বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর সিদ্দিককে কি কারণে অপহরণ করা হয়েছিল যদিও এটি এখনও নিশ্চিত নয়। পুলিশ বলেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবেশ আন্দোলনের সঙ্গে সৈয়দা রেজওয়ানা হাসানের সম্পৃক্তরার কারণেই কোন মহল এই কাজটি করে থাকতে পারে।
উল্লেখ্য, বুধবার বেলা ৩টায় নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় সৈয়দা রেজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে।